ঝুলনের নেতৃত্বতে বেঙ্গালুরুতে বাংলা মহিলা সিনিয়র দলের প্রস্তুতি তুঙ্গে

Sports Desk: আগামী ২৮ অক্টোবর,বৃ্হস্পতিবার থেকে শুরু হতে চলা বিসিসিআই’র সিনিয়র উইমেনস টুর্নামেন্টের জন্য বাংলা দল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌছে গিয়েছে। ওডিআই ফর্ম্যাটে এই টুর্নামেন্ট হবে।…

bengal-womens Team

Sports Desk: আগামী ২৮ অক্টোবর,বৃ্হস্পতিবার থেকে শুরু হতে চলা বিসিসিআই’র সিনিয়র উইমেনস টুর্নামেন্টের জন্য বাংলা দল ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌছে গিয়েছে। ওডিআই ফর্ম্যাটে এই টুর্নামেন্ট হবে।

বাংলার অধিনায়ক ঝুলন গোস্বামীর নেতৃত্বতে ২০ জনের স্কোয়াড এখন চুটিয়ে বেঙ্গালুরুর স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন করছে। দলের চিফ কোচ ঋতুপর্ণা রায়। অপর্ণা মণ্ডল এবং পর্ণা পাল দুই উইকেট কিপার বাংলার স্কোয়াডে। দলে রয়েছেন অভিঞ্জ ব্যাটসম্যান রুমেলি ধর।

   

বাংলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী যেকোন বিপক্ষ দলের কাছে ত্রাস। আন্তজার্তিক স্তরে ভারতীয়দের মধ্যে মহিলাদের টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি এখনও পর্যন্ত ডায়না এডুলজি ৬৩ টি উইকেট নিয়েছেন। দুই নম্বরে শুভঙ্গি কুলকার্নি ৬০, তিনে ঝুলন গোস্বামী ৪৪, চতুর্থ নিতু ডেভিড ৪১, আর পঞ্চম স্থানে শান্তা রঙ্গস্বামী ২১ টি উইকেট নিয়েছেন। আন্তজার্তিক ক্রিকেটে নিজের অভিঞ্জতার ঝুলি ঘরোয়া ক্রিকেটের বাইশ গজে উজাড় করে দেবেন ঝুলন গোস্বামী তা বলাই চলে।