মোহন-ইস্টকে রুখে শুভম প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি

কলকাতা: এবারের কলকাতা ফুটবল লিগে (CFL 2024) চমক দিয়েছে ক্যালকাটা কাস্টমস (Calcutta Customs)। সুপার সিক্সে যাওয়ার টিকিট প্রায় নিশ্চিত। সিএফএল-এ ক্যালকাটা কাস্টমের উত্থানের অন্যতম কারিগর…

Suvam Sen prove himself for Calcutta Customs

কলকাতা: এবারের কলকাতা ফুটবল লিগে (CFL 2024) চমক দিয়েছে ক্যালকাটা কাস্টমস (Calcutta Customs)। সুপার সিক্সে যাওয়ার টিকিট প্রায় নিশ্চিত। সিএফএল-এ ক্যালকাটা কাস্টমের উত্থানের অন্যতম কারিগর গোলরক্ষক শুভম সেন (Suvam Sen)।

   

ডার্বি খেলবেন দিমি? জেনে নিন সম্ভাবনা কতটা

কলকাতা ফুটবল মাঠে ধীরে ধীরে উত্থান হয়েছিল শুভম সেনের। ইস্টবেঙ্গলে যখন সই করেছিলেন তখন তাঁকে ঘিরে ছিল একরাশ প্রত্যাশা। লাল হলুদ জার্সিতে কাটিয়েছিলেন দু’টি মরসুম। পরপর দুই মরসুম মিলিয়ে হাতেগোনা কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তারপর বিদায়।

ইস্টবেঙ্গযে ইনিংস শেষ করার পর নিজেকে নতুন করে তৈরি করে তৈরি করেছেন শুভম। কলকাতার বড় দলে খেলা যেমন ভারতীয়, বিশেষ করে বঙ্গ সন্তানদের স্বপ্ন, তেমনই বড় দল থেকে বিদায় নেওয়ার কাজটা কঠিন। আগামী দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে হয় নিজেকে। এই কাজটা শুভম হয়তো অনেকটাই দক্ষতার সঙ্গে করতে পেরেছেন। যার প্রমাণ পাওয়া যাচ্ছে এবারের কলকাতা ফুটবল লিগে।

ইস্টবেঙ্গলের পর শুভম যোগ দিয়েছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। সেখান থেকে এবার ক্যালকাটা কাস্টম। সিএফএল গ্ৰুপ ‘বি’ ক্রম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাস্টমস। ৯ ম্যাচে ২০ পয়েন্ট। একটি মাত্র ম্যাচে হেরেছে দল, ৬ ম্যাচে জয়, দু’টি ম্যাচ ড্র। দুরন্ত ফর্মে থাকা ইস্টবেঙ্গল এফসিকে রুখে দিয়েছে কাস্টমস। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গেও ম্যাচ ড্র।

Mohun Bagan SG: সুহেল কোথায়? বাগান সমর্থকদের মধ্যে উঠছে প্রশ্ন

এই ৯ ম্যাচে ক্যালকাটা কাস্টমস হজম করেছে মাত্র ৬টি গোল। গ্ৰুপে এর থেকে কম গোল হজম করেছে মাত্র দু’টি ক্লাব- ইস্টবেঙ্গল ও ভবানীপুর। কাস্টমসের এই উত্থানের অন্যতম কারণ তাদের রক্ষণভাগ। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচেও একাধিক সেভ করেছেন শুভম। সিএফএল ২০২৪-এ ভাল খেলে বড় মঞ্চে ফিরতে চাইবেন তিনি।