CFL 2024: কলকাতা ফুটবল লিগে হল দু’টো স্বপ্নের গোল

ব্যারাকপুর: কলকাতা ফুটবল লিগের (CFL 2024) ম্যাচে হল দু’টো অনবদ্য গোল। শনিবার ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মেসারার্স ক্লাব ও সুরুচি সংঘ (Suruchi Sangha)। ২-১ ব্যবধানে…

Suruchi Sangha scored two brilliant goals in CFL 2024

ব্যারাকপুর: কলকাতা ফুটবল লিগের (CFL 2024) ম্যাচে হল দু’টো অনবদ্য গোল। শনিবার ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মেসারার্স ক্লাব ও সুরুচি সংঘ (Suruchi Sangha)। ২-১ ব্যবধানে জিতে পুরো পয়েন্ট অর্জন করেছে সুরুচি। ৯০+১ মিনিটে গোল করে ম্যাচের ফলাফল বদলে দেন জয়দীপ সিং।

   

আনোয়ার বিতর্কে সমস্যায় ইস্টবেঙ্গল, নামতে পারে শাস্তির খাঁড়াও?

কলকাতা ফুটবল লিগের ম্যাচে জয়ের হ্যাটট্রিক করল সুরুচি সংঘ। পরপর তিন ম্যাচে তারা জিতেছে। এই মুহূর্তে গ্ৰুপ ‘এ’ পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছেন অমিত টুডুরা। ১৫ জুলাই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হেরেছিল সুরুচি। এরপর তিন ম্যাচে জয়। ৮ ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ১৯। এবারের সিএফএল খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে সুরুচি সংঘ।

এদিনের ম্যাচে গোল করে এগিয়ে গিয়েছিল মেসারার্স ক্লাব। লিজো ফ্রান্সিসের গোলে এগিয়ে গিয়েছিল মেসারার্স। প্রথমার্ধে এক ০-১ গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরে আসে সুরুচি সংঘ। বিরতির পর দু’টো দুর্দান্ত গোল। সুরুচিকে সমতায় ফেরান আবু সুফিয়ান। চলতি মরসুমে এই বঙ্গ সন্তান দারুন ফর্মে রয়েছে। একের পর এক চোখ ধাঁধানো গোল করেছেন এই ফরোয়ার্ড। এদিনের ম্যাচেও দূর পাল্লার শটে করলেন দৃষ্টি নন্দন গোল। ম্যাচের নির্ণায়ক গোলটি আসে ৯০+১ মিনিটে।

নির্ধারিত নব্বই মিনিটের অতিরিক্ত আট মিনিট সময় দেওয়া হয়েছিল। অতিরিক্ত সময়ে খেলা গড়াতে না গড়াতেই জয়দীপ সিং-এর গোল। ব্যাক ভলিতে গোল করে দলকে জিতিয়েছেন জয়দীপ। পায়ের সঙ্গে বলে সম্পর্ক খুব একটা ভাল না হলেও মেসারার্স ক্লাবের গোলরক্ষককে পরাস্ত করার জন্য সেটা ছিল যথেষ্ট। গড়াতে গড়াতে বল অতিক্রম করে গোললাইন।

ইস্টবেঙ্গলের AFC প্রতিপক্ষ শেষ পাঁচ ম্যাচে দিয়েছে ১৮ গোল

দু’টো ভাল গোল হলেও ম্যাচে ঘটেছে একটি দুর্ঘটনা। ৬৪ মিনিট নাগাদ মাঠে পড়ে থাকতে দেখা গিয়েছিল সুদীপ্ত মুর্মুকে। মাঠেই শুরু করা হয় শুশ্রূষা। ছুটে এসেছিলেন দুই দলের ফুটবলাররা। মাঠে প্রাথমিক চিকিৎসা করার পর সুদীপ্তকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।