East Bengal: মশালবাহিনীর অনুশীলনে সিভেরিওর অনুপস্থিততে চাঞ্চল্য

Javier Severio

গত ২৫ তারিখ স্কট কুপারের জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নেমে নিজেদের আইএসএল অভিযান শুরু করেছে লাল-হলুদ (East Bengal ) ব্রিগেড। সেই ম্যাচে যথেষ্ট দাপটের সাথে খেললেও শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে, নির্ধারিত সময়ের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই ফুটবল দলকে।

Advertisements

যা দেখে হতাশ সকলেই। বিশেষ করে দলের অন্যতম ভরসাযোগ্য তারকা ক্লেটন সিলভার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। গত বছর দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও ব্যাপক ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। তবে এই নয়া মরশুমে এখনো পর্যন্ত অফ কালার রয়েছেন তিনি। যা প্রবল চিন্তায় রাখছে সকলকে।

   

এসবের মাঝেই আজ, শনিবার রাত ৮টায় হায়দরাবাদ এফসির বিপক্ষে যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল দল। সেইমতো গত কয়েকদিন ধরেই দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন চালিয়েছে গোটা দল। তবে একটা বিষয় নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সকলের মধ্যে।

আসলে, বিগত কয়েকদিন ধরেই দলের অনুশীলনে অনুপস্থিত রয়েছেন জাভিয়ের সিভেরিও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত দুইদিন ধরেই নাকি অনুশীলনে আসছেন না লাল-হলুদের এই তারকা স্ট্রাইকার। যা নিয়ে বাড়তি চিন্তা শুরু হয়েছে সকলের মধ্যেই। তাহলে কি এবার চোট পেলেন দলের এই তরুণ ফরোয়ার্ড? তা নিয়ে সেরকম কোনো কিছুই জানা যায়নি এখনো পর্যন্ত।

অন্যদিকে, গতবার দূরন্ত ফর্মে থাকলেও এখনো পর্যন্ত নিজের ফর্মে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। যার ফলে, সিভেরিও সকলের একমাত্র ভরসা। তাই তার অনুপস্থিতি যথেষ্ট ভাবাচ্ছে সকলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements