যত সময় যাচ্ছে নিজেকে তত মেলে ধরছে পার্থিব গগৈ। ভারতীয় ফুটবলের আগামী দিনে সম্ভাব্য তারকা করলেন আরও একটি দৃষ্টি নন্দন গোল। শুক্রবার যোগ্য দল হিসেবে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড। বড় ব্যবধানে হারল চেন্নাইয়িন ফুটবল ক্লাব।
শুক্রবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে চেন্নাইয়িন ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। খাতায় কলমে দুই দলের পার্থক্য উনিশ বিশের। মাঠের লড়াইয়ে ব্যবধান গড়ল তিনটি গোল। তিনজন গোল স্কোরার ভারতীয়। যার মধ্যে দুটি গোল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। চলতি মরসুমে আরও একবার নিজের প্রতিভা প্রদর্শন করলেন পার্থিব গগৈ।
ডুরান্ড কাপ থেকে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন পার্থিব। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করে কিছুটা হতাশ হয়েছিলেন। তবে হতাশায় ডুবে থাকেননি। বরং বাউন্স ব্যাক করেছেন জোরালো ভাবে। এদিনে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে কুড়ি বয়সী এই তরুণ যে গোলটা করলেন সেটা এক কথায় অনবদ্য। মাঠ বাম প্রান্ত বরাবর বল পেয়ে কিছুটা এগিয়ে এসছিলেন প্রতিপক্ষের রক্ষণের দিকে। তারপর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে করলেন ম্যাচের প্রথম গোল।
With which iconic commentary should admin mix this clip with? 🙃#NEUCFC #NEUFC #StrongerAsOne #8States1United #ISL #ISL10 #ISLonJioCinema #ISLonSports18pic.twitter.com/XzhZYyNsHr
— NorthEast United FC (@NEUtdFC) September 29, 2023
পার্থিবের গোলের রেশ কাটার আগে আবারও গোল। এবার নেস্তরের কাছ থেকে বল পেয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাল্গুনী। এই ছেলেটিও মরসুমের শুরু থেকে ফর্মে রয়েছেন। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আরও চমক বাকি ছিল। চেন্নাইয়িন ফুটবল ক্লাবের কফিনে শেষ পেরেক পুঁতে দেন আশীর আখতার। গোলার মতো শটে কাঁপিয়ে দেন প্রতিপক্ষের জল।