Mohun Bagan: ট্রফি জিতেও চ্যাম্পিয়ন ব্যাজ পরা হবে না মোহনবাগানের

মাত্র কয়েকমাস। তারপরেই শুরু হয়ে যাবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। সেইকথা মাথায় রেখে জোরকদমে দল গুছিয়ে নিচ্ছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। তবে আগত নয়া সিজনে বদলাতে চলেছে বেশকিছু নিয়মকানুন।

ATK Mohun Bagan's Statement Angers Kolkata Knight Riders

মাত্র কয়েকমাস। তারপরেই শুরু হয়ে যাবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। সেইকথা মাথায় রেখে জোরকদমে দল গুছিয়ে নিচ্ছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। তবে আগত নয়া সিজনে বদলাতে চলেছে বেশকিছু নিয়মকানুন।  বিশেষ সূত্র মারফত খবর, হিরো আইএসএল চ্যাম্পিয়নের সেই গৌরবময় ব্যাজ এবার থেকে আর হয়ত নিজেদের কাছে রাখতে পারবে না ট্রফি জয়ী দল।

হ্যাঁ ঠিক শুনছেন। তার বদলে টুর্নামেন্টের লিগশিল্ড জয়ীদের হাতে উঠবে এটি। তাই গত মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে এটিকে মোহনবাগান আইএসএল ট্রফি জিতলেও সেই ব্যাজ আদতে চলে যাবে লিগশিল্ড জয়ী দল মুম্বাই সিটির কাছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে।

তবে এখানেই শেষ নয়। বদল এসেছে আরও একটি নিয়মে। সেই অনুযায়ী আইলিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে। সেই অনুযায়ী গতবারের আইলিগ জয়ী দল রাউন্ডগ্লাস পাঞ্জাব এবার নতুন নাম তথা পাঞ্জাব এফসি নামে এবার খেলবে হিরো আইএসএল। বলা যায় হিরো আইলিগ জয়ী হিসেবে প্রথম দল হিসেবে এমনতর সুবিধা পেতে চলেছে পাঞ্জাব। যা নজর কেড়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। এক কথায় বলতে গেলে ভারতীয় ফুটবল জগতে আসতে চলেছে আমূল পরিবর্তন।

একদিকে যখন নিজেদের পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে একাধিক হাইপ্রোফাইল ফুটবলারকে দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস অন্যদিকে নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া মুম্বাই সিটি। তারকা মিডফিল্ডার ইরোয়েল ভ্যান থেকে শুরু করে তিরির মতো তারকা ডিফেন্ডারকে দলে টেনেছে রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। এছাড়াও গত মরশুমের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে নয়া কোচের পাশাপাশি একেরপর এক দেশি ও বিদেশি ফুটবলারকে দলে এনেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে নিজেদের প্রথম মরশুমে সকলকে চমকে দিয়ে এডু বেদিয়াকে দলে টানতে চাইছে পাঞ্জাব। এক কথায় বলতে গেলে আগত মরশুমে সকলেই চাইছে নিজের সেরাটা সকলের সামনে তুলে ধরতে।