এবারের এই ১৩২ তম ডুরান্ড কাপের শুরু থেকেই যথেষ্ট চনমনে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলকে ৫ গোলের ব্যবধানে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড। যা সহজেই মন কেড়ে নেয় বাগান সমর্থকদের। তারপরে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে ও বজায় থাকে সেই একই পারফরম্যান্স।
গতবারের আইলিগ জয়ী ফুটবল দল তথা পাঞ্জাব এফসিকে ও অনায়াসেই পরাজিত করে বাগান শিবির। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে অপ্রত্যাশিতভাবে পরাজিত হতে হয় তাদের। যারফলে, একটা সময় কার্যত অনিশ্চিত হয়ে উঠেছিল তাদের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা। তবে শেষ পর্যন্ত অন্যান্য দলগুলির পয়েন্ট নষ্ট করার সুবাদে সহজেই সুযোগ করে নেয় মোহনবাগান দল।
যারফলে, আগামী ২৭ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে হবে মোহনবাগান সুপারজায়ান্টসকে। যা নিয়ে কিছুটা হলেও চিন্তায় সকলে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, এএফসি কাপের ম্যাচে ভালো খেলে দল জয় পেয়েছে। তবে হ্যামিলের চোট কিছুটা চিন্তায় রাখছে।
তাছাড়া হেক্টর পড়শু দিন শহরে এসেছে তারপরেও যথেষ্ট ভালো খেলেছে। তবে আমি আশাবাদী যে সময় এগোনোর সঙ্গে সঙ্গে দলের কম্বিনেশন তৈরি হওয়ার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে ও যথেষ্ট ভালো বোঝাপড়া তৈরি করা যাবে। তাছাড়া ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বাই দলের সঙ্গে আমাদের খেলা পড়েছে। ওরা যথেষ্ট শক্তিশালী দল। তাই যথেষ্ট মনোযোগ দিয়ে খেলতে হবে।
অর্থাৎ আগত কোয়ার্টার ফাইনালের ম্যাচ যে কিছুটা হলেও চিন্তায় রাখছে বাগান কর্তা সহ কোচ হুয়ান ফেরেন্দোকে সেকথা বুঝিয়ে গেলেন দেবাশীষ দত্ত। এছাড়াও জাতীয় শিবিরের কথা মাথায় রেখে একাধিক ফুটবলারদের ছাড়তে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই সেক্ষেত্রে লড়াই যে আরও কিছুটা কঠিন হতে চলেছে তা বলাই চলে।