মহামেডান কর্মকর্তাদের বিরুদ্ধে ‘জিহাদে’র ঘোষণা সমর্থকদের

Supporters Mohammedan SC

আইলিগ ২০২২-২৩ সেশনে হতাশাজনক পারফরম্যান্সের জেরে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ক্লাবের সমর্থকরা ক্লাবের আমূল পরিবর্তনের আওয়াজ তুলেছে।’সাদা কালো শিবির বাঁচাও মঞ্চে’র আহবানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের এককাট্টা করার আহবান এখন সোশাল মিডিয়াতে ভাইরাল।

Advertisements

ভাইরাল হওয়ায় ওই হোয়াটসঅ্যাপ পোস্টে ‘অসাধু কর্মকর্তাদের ঝাড়কে তুলে ফেলার’ ডাক দেওয়া হয়েছে। সঙ্গে ‘ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার’ ডাক দিয়ে ‘ক্লাবের হাল ফেরাতে’ মহামেডান ক্লাবের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত,আইলিগে একের পর এক ম্যাচ হেরে যাওয়ার জের! মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) হেডকোচ আন্দ্রে চেরনশিভকে (Andrey Chernyshov) বরখাস্তের পথে হাটতে পারে ক্লাব।লিগের প্রথম দুই অ্যাওয়ে ম্যাচে হেরে যায় সাদা কালো ব্রিগেড।

Advertisements

পরের দুটো খেলা ঘরের মাঠে মহামেডান এসসি মণিপুরের ক্লাব দল নারোকা এফসি এবং ট্রাউ এফসিকে হারালেও ধারাবাহিকতার অভাবে পরের দুই অ্যাওয়ে ম্যাচ শ্রীনিদি ডেকান এফসি,চার্চিল ব্রাদার্সের কাছে হেরে যায় ব্ল্যাক প্যাহ্নর্সরা। প্রিয় দলের এমন হতশ্রী পারফরম্যান্স সঙ্গে ক্লাব পরিচালনা নিয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে অসন্তোষের মিশেলে সাদা কালো শিবিরের ভক্তরা এখন চাইছে ক্লাব আধিকারিকদের উল্টে পাল্টে দিতে। তাই নজর রাখতেই হবে আগামী দিনে জল কোন পথে গড়ায় ওই দিকে।