Super League: শুরুতেই ডার্বি, দ্বিতীয় লেগে কবে কাদের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল?

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জানুয়ারি মাসের শেষেই শুরু হতে চলেছে আইএসএলের দ্বিতীয় লেগ। বলতে গেলে, টানটান উত্তেজনা দায়ক দুইটি ম্যাচ দিয়ে শুরু হবে সুপার…

East Bengal

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জানুয়ারি মাসের শেষেই শুরু হতে চলেছে আইএসএলের দ্বিতীয় লেগ। বলতে গেলে, টানটান উত্তেজনা দায়ক দুইটি ম্যাচ দিয়ে শুরু হবে সুপার লিগের (Super League) দ্বিতীয় পর্ব। যার মধ্যে একটি ম্যাচে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস।

বর্তমানে, এই ডার্বি ম্যাচের দিকেই নজর শহরের ফুটবলপ্রেমী মানুষদের। গত কয়েকদিন আগেই কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই প্রধান। সেবার কোনরকমে জয় নিশ্চিত করেছিল লাল-হলুদ ব্রিগেড। যার দরুন পরবর্তীতে টুর্নামেন্টের সেমিফাইনালে টিকিট চলে আসে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের হাতে। সেই ম্যাচ নিয়েই এখন ফুঁসছে বাগান সমর্থকরা।

এবার বদলা নিতে মরিয়া হাবাসের মোহনবাগান। আবার জয়ের ধারা বজায় রাখতে চাইবে ইস্টবেঙ্গল দল।অবশেষে আগামী ৩রা ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দল। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। সেদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শুরু হবে এই টানটান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ। তারপর ফিরতি ম্যাচ আগামী ১০ তারিখ। কিন্তু মোহনবাগান ছাড়া কবে কাদের সাথে বাকি ম্যাচগুলো খেলবে ইস্টবেঙ্গল? আইএসএলের সূচিপত্র বলছে, ডার্বি ম্যাচের পর আগামী ১০ই ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল প্রতিপক্ষ হিসেবে রয়েছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। তার ঠিক দুইদিন পর মুখোমুখি হতে হবে শক্তিশালী ফুটবল দল মুম্বাই সিটি এফসির। তারপর রয়েছে দিন তিনেকের বিশ্রাম।

Advertisements

১৭ ই ফেব্রুয়ারি দল আবারো মাঠে নামবে। এক্ষেত্রে প্রতিপক্ষ রয়েছে হায়দরাবাদ এফসি। তারপর ২২ তারিখ খালিদ জামিলের জামশেদপুর এফসি বিপক্ষে খেলবে মশাল ব্রিগেড। কিছুদিন বিশ্রাম নিয়ে দল আবার ২৬ তারিখ খেলবে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি বিরুদ্ধে। মাসের শেষে অর্থাৎ ২৯ তারিখ প্রতিপক্ষ হিসেবে রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। মার্চের ৬ তারিখে দল খেলবে মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে। তারপর ১০ তারিখ ফের ডার্বি। যেটি অনুষ্ঠিত হতে পারে বিকেলের দিকে। মাঝে কিছুটা বিরতি। এপ্রিলের ৩ তারিখ দল মুখোমুখি হবে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে। এরপর শেষ দুটি ম্যাচ বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি বিপক্ষে খেলতে হবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। যেগুলি অনুষ্ঠিত হবে ৭ এবং ১০ এপ্রিল।