Mohun Bagan: মিশন মশাল বধ, বাকিদের সঙ্গে কবে খেলবে বাগানবাহিনী?

গত ১৯ জানুয়ারি সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পুরো সময় শেষে ১-৩ গোলের…

Mohun Bagan

গত ১৯ জানুয়ারি সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পুরো সময় শেষে ১-৩ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। এখন সেই ম্যাচের বদলা নিতেই উতলা হয়ে রয়েছে মেরিনার্সরা।

হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই প্রধান। আগামী ৩রা ফেব্রুয়ারি সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। সেই ম্যাচে জয় পেতে মরিয়া বুমোস-কামিন্সরা। অন্যদিকে,নিজেদের বাঁচানোর লড়াই লাল-হলুদের। আসলে এই ম্যাচে হয়তো লাল-হলুদ সঙ্গে পাবে না তাদের অন্যতম ভরসাযোগ্য ফুটবলের সৌভিক চক্রবর্তীকে। তাই কিছুটা হলেও চাপ থাকছে তাদের।

এখন এই ম্যাচকেই পাখির চোখ করছেন দলের নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কিন্তু বাকিদের সঙ্গে কবে এবং কোথায় ম্যাচ খেলবে মোহনবাগান? সামনে আসল পূর্নাঙ্গ সূচী। সেই অনুযায়ী ৩রা ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচের পর ১০ তারিখ হায়দরাবাদ এফসির বিপক্ষে হোম ম্যাচ খেলবে মেরিনার্সরা। মাঝে তিন দিন বিশ্রাম নিয়ে এফসি গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান।

তারপর ১৭ ফেব্রুয়ারি পেদ্রো বেনলিকের নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে হবে গতবারের আইএসএল জয়ীদের। ২৪ তারিখ ওডিশা এফসির বিপক্ষে সেই মাসের শেষ ম্যাচ খেলবে মোহনবাগান। তারপর টানা বিশ্রাম। ফের ম্যাচ ১লা মার্চ। লড়তে হবে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে। ১০ তারিখ ফিরতি ডার্বি। ঠিক দুদিন পরই তাদের ফিরতি ম্যাচ কেরালার বিপক্ষে।

চেন্নাইন এফসির বিপক্ষে মাসের শেষ দিন খেলতে নামবে কামিন্স- সাদিকুরা। এপ্রিলের ৬ তারিখে তাদের খেলতে হবে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে। এরপর শেষ দুটি ম্যাচ খেলতে হবে বেঙ্গালুরু এফসি ও মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে। যে দুটি অনুষ্ঠিত হবে ১১ এবং ১৩ই এপ্রিল।