Super Cup Final: কাজে এল না সুনীলের গোল, সুপার কাপ জয় ওডিশার

মরশুম শেষে ট্রফি জয় ওডিশার। আজ সুপার কাপের ফাইনাল (Super Cup Final) ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি কে ২-১ গোলে হারিয়ে ট্রফি ঘরে তোলে ওডিশা এফসির। দলের জোরা গোল করেন আইএসএলের গোল্ডেন বুট জয়ী তারকা দিয়াগো মরিসিও।

Odisha FC players celebrating victory after winning the Super Cup Final

মরশুম শেষে ট্রফি জয় ওডিশার। আজ সুপার কাপের ফাইনাল (Super Cup Final) ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি কে ২-১ গোলে হারিয়ে ট্রফি ঘরে তোলে ওডিশা এফসির। দলের জোরা গোল করেন আইএসএলের গোল্ডেন বুট জয়ী তারকা দিয়াগো মরিসিও।

অন্যদিকে পেনাল্টি থেকে বেঙ্গালুরু এফসির হয়ে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী। চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জিতলে ও পরবর্তীতে আইএসএল ও সুপার কাপের ফাইনালে হেরেই মরশুম শেষ করতে হল সুনীল-গুরপ্রীতদের। অন্যদিকে এবার প্রথম ভারতীয় হেড কোচ হিসেবে সুপার কাপ জিতলেন ক্লিফোর্ড মিরান্ডা।

এবারের আইএসএলে যথেষ্ট লড়াকু মেজাজে ধরা দিলেও নকআউট পর্বে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগানের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল নন্দকুমারদের। তারপর আইএসএল মরশুম শেষ হতেই দলের কোচ বদল করে ওডিশা ম্যানেজমেন্ট। জোসেফ গাম্বাউয়ের বদলে ক্লিফোর্ড মিরান্ডা কে দেওয়া হয় দলের দায়িত্ব। তার হাতে পড়েই এবার সাফল্যের সরনীতে ওডিশা।

উল্লেখ্য, এবারের সুপার কাপে প্রথম থেকেই যথেষ্ট চনমনে থেকেছে মরিসিওরা। প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল শোধ করে হারা ম্যাচ ড্র করে তাদের দল। তারপর আইজলের পাশাপাশি হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিতে চলে যায় ওডিশা। সেখানে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে ম্যাচ জিতে সোজা ফাইনালে চলে যায় দল। সেখানে আজ মিরিসিও ম্যাজিকে কার্যত উড়ে গেল বেঙ্গালুরু।

আজ প্রথমার্ধ থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে ধরা দিয়েছিল ওডিশার ফুটবলাররা। শুরু থেকেই বেঙ্গালুরু ডিফেন্সে ঝড় তুলতে থাকে তারা। যারফলে, ম্যাচের ঠিক ২৩ মিনিটের মাথায় দিয়াগোর বল সোজা চলে যায় বেঙ্গালুরুর জালে। যারফলে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওডিশা। তবে আক্রমণের ধার কিছুতেই কমেনি তাদের।

সেই ফলস্বরূপ ৩৪ মিনিটের মাথায় ফের বল জালে জড়িয়ে দেন মরিসিও। তার জোরা গোলেই প্রথমার্ধে এগিয়ে থাকে ওডিশা। দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু এফসি আক্রমণের ধার বাড়ালেও বারংবার আটকে যেতে হয় প্রতিপক্ষের ডিফেন্সে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সুনীল ছেত্রী গোল করে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি। ১ গোলের ব্যবধানে ট্রফি জিতে নেয় ওডিশা।