গত ১৮ মার্চ শেষ হয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ (Super Cup 2023)। যেটি ভারতের সর্বাধিক জনপ্রিয় ফুটবল লিগ। প্রত্যেকবছর নতুন দেশি ও বিদেশি ফুটবল তারকাদের প্রতিভার হদিশ মেলে এই টুর্নামেন্টে। পাশাপাশি রেখে যায় কিছু স্মরনীয় মুহুর্ত। তবে এবছর আইএসএল শেষ হলেও একেবারে শেষ হচ্ছে না ফুটবল মরশুম। কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে দেশের সর্বাধিক কাপ টুর্নামেন্ট। সুপার কাপ। এখন সেদিকেই নজর রয়েছে আপামর ফুটবলপ্রেমী মানুষের।
নির্ধারিত সূচি অনুযায়ী,আগামী ৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। যেখানে খেলতে নামবে শহরের এক প্রধান। মহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ৫ এপ্রিল পায়াদান স্টেডিয়ামে গোকুলাম কেরালার মুখোমুখি হবে তাদের দল। এরপরে আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে চলেছে মূল পর্বের খেলা। সেখানে আগামী ৯ই এপ্রিল থেকে নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল শিবির। প্রতিপক্ষ ওডিশা এফসি। ও ১০ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনাল শুরু হবে ২১ তারিখ থেকে। যা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। শেষে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল।
কিন্তু প্রশ্ন হল, কোথায়, কিভাবে দেখা যাবে এই কাপ টুর্নামেন্ট? জানা গিয়েছে, সুপার কাপের গ্রুপ পর্বের পাশাপাশি দুটি সেমিফাইনাল ও ফাইনালের লাইভ সম্প্রচার করা হলেও দেখানো হবে না যোগ্যতা অর্জন পর্বের কোনো ম্যাচ। সেই অনুযায়ী, টিভির ক্ষেত্রে সোনি স্পোর্টস টু তে দেখা যাবে সুপার কাপের মূল পর্বের সমস্ত খেলা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ফ্যানকোড অ্যাপ ব্যবহার করে দেখা যাবে খেলা গুলি। তবে এক্ষেত্রে ৭৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলেই একমাত্র মিলবে সেই সুবিধা।