Mohammedan SC: ডেভলপমেন্ট লিগের শেষ ম্যাচে ওডিশাকে হারাল সাদা-কালো ব্রিগেড

জয়ের সরনীতে থেকেই ডেভলপমেন্ট লিগের গ্রুপ ম্যাচ শেষ করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল দিপু – উইলিয়ামরা। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলে জয় নিশ্চিত করে সাদা-কালো শিবির।

Mohammedan SC vs Odisha FC - Development League Match

জয়ের সরনীতে থেকেই ডেভলপমেন্ট লিগের গ্রুপ ম্যাচ শেষ করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আজ ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল দিপু – উইলিয়ামরা। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলে জয় নিশ্চিত করে সাদা-কালো শিবির। গোলদাতা সেই উইলিয়াম। যারফলে, এই রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে ১০ পয়েন্ট সংগ্রহ করল মহামেডান। অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দাঁড়িয়ে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এখন জামশেদপুর ম্যাচের দিকেই নজর সকলের।

আজ প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসের সহিত খেলতে দেখা গিয়েছে মহামেডান ফুটবলারদের। শুরু থেকেই বারংবার আক্রমণের মধ্যে দিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে চাপ সৃষ্টি করতে শুরু করেছিল দিপুরা। যারফলে, ম্যাচের ১৫ মিনিটের মাথায় অতি সহজেই বিপক্ষের জালে বল জড়িয়ে দিলেন দলের অন্যতম ভরসা উইলিয়াম। তার এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করল সাদ-কালো ব্রিগেড। যা দেখে খুশি দলের কোচ থেকে শুরু করে ক্লাবের কর্তারা।

আজকের এই ম্যাচের পরেই একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে দলের কোচ দেবরাজ চ্যাটার্জী বলেন, শুরু থেকেই আমরা একটা পরিকল্পনা মাফিক এগোতে চেয়েছিলাম। যা এবারে অনেকটাই সফল হয়েছে। তাছাড়া অতি অল্প সময়ের প্রাকটিসে দলের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়। সেইসাথে উইলিয়ামের প্রসঙ্গে জিগ্যেস করা হলে তিনি বলেন, ও যথেষ্ট দক্ষ একজন ফুটবলার। সব মিলিয়ে এই লিগে ওর ৫টা গোল রয়েছে। কোন সময় ঠিক কি করা দরকার ও খুব ভালো বুঝতে পারে। আশা করি আগামী দিনে ও অনেকদূর এগোবে।

অন্যদিকে, এবারের আইলিগ মরশুমের শুরুটা খুব একটা ভালো যায়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে। বহু পরিকল্পনা নিয়ে লিগ অভিযান শুরু করলেও তা বাস্তবে সম্ভব হয়নি। প্রথমদিকে ফলাফল চলনসই হলেও ধীরে ধীরে মুখ থুবড়ে পড়তে থাকে সাদা-কালো ব্রিগেড। যারফলে একবারে হতশ্রী পারফরম্যান্স দিয়েই শেষ করতে হয় আই লিগ। পাশাপাশি বদল করা হয়েছে দলের কোচ।পূর্বে কিবু ভিকুনা কে দলের দায়িত্ব দেওয়া হলেও খুব একটা ভালো পারফরম্যান্স দেখা যায়নি দলের।যারফলে আই লিগের কিছু ম্যাচ বাকি থাকতেই দলের দায়িত্ব পান মেহরাজউদ্দিন ওয়াডু। তার হাত ধরেই পুরোনো ছন্দে ফিরতে থাকে সিনিয়র দল। এবার সুপার কাপকেই পাখির চোখ করে এগোতে চায় মহামেডান।