Gavaskar: ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নেই অর্শদীপ, তবু তাঁর ওপর অগাধ আস্থা গাভাস্কারের

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে জায়গা পাননি ভারতের বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার অর্শদীপ সিং। এতে…

Gavaskar

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে জায়গা পাননি ভারতের বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার অর্শদীপ সিং। এতে অবশ্য একটা ভালো দিক চিহ্নিত করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। বলেছেন, দলে জায়গা না পাওয়ায় অর্শদীপ আরো উদ্বুদ্ধ হবেন শ্রেষ্ট হওয়ার, চেষ্টা করবেন যাতে আবার দলে আবার ফিরে আসা যায়।

স্পোর্টস টুডেকে গাভাস্কার বলেন, “কখনো কখনো হয়তো দল থেকে বাদ পড়াটাও অনেক বেশি উইকেট নেওয়ার চেষ্টা করার জন্য একটি বড় প্রণোদনা। হয়তো আরশদীপকে সেটাই করতে হবে। তাকে ক্রমাগত ৫ উইকেট হল নিয়ে যেতে হবে এবং তারপরেই তাকে স্বয়ংক্রিয়ভাবে দলে নেওয়া হবে।”

তাছাড়াও, বাঁহাতি পেসারের ওপর আস্থা রেখে গাভাস্কার বলেন, “সব ফরম্যাটেরই তিনি ভবিষ্যৎ। ইতিমধ্যেই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে কিছুটা ভালো করতে শুরু করেছেন তিনি। ঠিক যেমন জসপ্রীত বুমরাহ টি-টোয়েন্টি বোলার হিসাবে এসেছিলেন এবং ভারতীয় বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। অর্শদীপ সিং এমন একজন যিনি ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট খেলতে পারেন এবং এটি করতে হলে তাঁকে উৎসাহিত করতে হবে।”