Sunil Chhetri: জাতীয় দল নিয়ে ফের ক্ষোভ প্রকাশ সুনীলের

গতকাল মায়ানমারের বিপক্ষে কোনো রকমে ম্যাচ ড্র করে এশিয়ান গেমসের পরবর্তী রাউন্ডে স্থান করে নিয়েছে ব্লু টাইগার্স। প্রথম ম্যাচ হেরে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ…

Sunil Chhetri

গতকাল মায়ানমারের বিপক্ষে কোনো রকমে ম্যাচ ড্র করে এশিয়ান গেমসের পরবর্তী রাউন্ডে স্থান করে নিয়েছে ব্লু টাইগার্স। প্রথম ম্যাচ হেরে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে জয় পেয়ে ছন্দে ফেরে ইগর স্টিমাচের ছেলেরা। যারফলে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ানমারের বিপক্ষে মায়ানমারের বিপক্ষে ড্র করলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত ছিল তাদের। কাল প্রতিপক্ষের সঙ্গে এক গোলে ম্যাচ ড্র করে কোনো রকমে শেষ ষোলোয় স্থান করে নেয় ভারতীয় দল। তবে দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ কিছুতেই কমছে না ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর।

উল্লেখ্য, গত সোমবার চীন পৌঁছোনোর পর আর সেভাবে অনুশীলন করতে পারেনি দলের ফুটবলাররা। এমনকি পর্যাপ্ত ঘুমও হয়নি ভারতীয় দলের ফুটবলারদের। শুধুমাত্র শনিবার রাতেই একটু ঘুমোনোর অবকাশ পান সকলে। যার প্রভাব স্পষ্টভাবে ফুঁটে উঠেছে গ্রুপ ম্যাচ গুলির ক্ষেত্রে। কিছূ সময় পরে সুনীল ছেত্রী মাঠ থেকে উঠে যেতে চাইলেও অপশন না থাকায় তাকে মাঠেই রেখে দেন স্টিমাচ। তাতে কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছেন তিনি। যা নজর কেড়েছে সকলের।

   

এমনকি মায়ানমারের বিপক্ষে গোল করে এগিয়ে যাওয়ার পরেও সেভাবে সেলিব্রেশন করতে দেখা যায়নি দলের ফুটবলারদের। যা থেকে পরিষ্কার হয়ে যায় অনেক কিছু। এমন পরিস্থিতি নিয়ে পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল বলেন, দলের সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। তাছাড়া কারা দলে থাকতে চলেছে কেউ জানে না কোনো কিছু। এমনকি আমরা একসাথে অনুশীলন করার ও সময় পাইনি। তবে এত বাধা বিপত্তির পরেও আমরা কোয়ালিফাই করেছি, এটাই বিরাট বড় বিষয়।

এছাড়াও তিনি বলেন, আমরা সকলেই নিজেদের সেরাটা মাঠের মধ্যে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমরা হয়ত আগের মতো সঙ্ঘবদ্ধ ভাবে ফুটবল খেলতে পারছি না। তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।