কলকাতা: তুল্যমূল্য ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচটা অন্তত ড্র করেও মাঠ ছাড়তে পারতো। সুযোগ আরও বেশি করে কাজে লাগাতে পারলে কলকাতার ক্লাবটিতে চলে আসতে পারতো পুরো পয়েন্ট। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ফলাফল বেঙ্গালুরু এফসি ২-৩ মহামেডান স্পোর্টিং ক্লাব।
এই ম্যাচেও গোল পেয়েছেন সাদা কালো ব্রিগেডের নতুন রিক্রুট ইসরাফিল দেওয়ান। কলকাতা ফুটবল লিগে ক্লাবের হয়ে ইতিমধ্যে ৫টি গোল হয়ে গিয়েছে তাঁর। রয়েছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। ডুরান্ড কাপে দুই ম্যাচে এক গোল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নিজের কাজ করেছেন। দল জিততে পারেনি, স্বভাবতই তাঁর মন খারাপ। যদিও ৬ অগস্ট ২০২৪ তারিখ ইসরাফিল মনে রাখবেন অন্য কারণে। এই দিন তিনি তাঁর আইডলের কাছ থেকে পেয়েছেন ‘টিপস’।
হুগলী জেলার ভগবতীপুরের ইসরাফিল দেওয়ানের আইডল সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ছেত্রীর খেলা দেখে বড় হয়েছেন। মঙ্গলবারের ম্যাচে এক দিকে আইডল, অন্য দিকে তরুণ ভক্ত। ম্যাচের পর সুনীলের সঙ্গে দেখা হয়েছিল ইসরাফিলের। কলকাতায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম রয়েছে যথেষ্ট। ম্যাচের পর ফুটবলাররা ক্লান্ত। জার্সি সেঁটে রয়েছে শরীরের সঙ্গে। আবেগের কাছে এসব কিছুই নয়। নব্বই মিনিটের ম্যাচের পর সুনীলর ছেত্রীর সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন ইসরাফিল।
স্টেডিয়াম ছাড়ার আগে কথা হয় দু’জনের মধ্যে। ইসরাফিল বলেছেন, “সুনীল ছেত্রী আমার আইডল। প্রথমবার ওনার সঙ্গে কথা হল। স্বপ্নের মতো। আরও ভাল কী করে খেলা যায় ওনার কাছে সেটা জানতে চেয়েছিলাম। উনি আমাকে টিপস দিয়েছেন।” ভক্তকে কী বলেছেন সুনীল ছেত্রী? ইসরাফিল জানিয়েছেন, “উনি খুব আন্তরিকভাবে কথা বলেছেন। ভাল খেলার টিপস দিয়েছেন। শুধু নিজের খেলার দিকে ফোকাস রাখার পরামর্শ দিয়েছেন সুনীল ছেত্রী।”
Recent Comments