Sunil Chhetri: কোচেদের ব্যর্থতা তাই সুনীল ছাড়া আর কেউ পুরস্কার পাচ্ছে না: বিশ্বজিৎ

ফের এআইএফএফের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এই নিয়ে সাতবার এই পুরস্কার পেলেন তিনি। হয়তো এশিয়ান কাপের পর ফুটবল থেকে অবসর নেবেন…

Biswajit Bhattacharya

ফের এআইএফএফের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এই নিয়ে সাতবার এই পুরস্কার পেলেন তিনি। হয়তো এশিয়ান কাপের পর ফুটবল থেকে অবসর নেবেন সুনীল। এই বয়সেও বর্ষসেরা পুরস্কার পাওয়ায় অনেকেই আপ্লুত।

কিন্তু অনেকে আতঙ্কিত যে সুনীল ছাড়া আর কোনও ভারতীয় ফুটবলার এখনও সেভাবেই উঠে আসছে না ।  আর কোনও স্ট্রাইকার সুনীলের জায়গাটা নিতে পারেননি। বাইচুং ভুটিয়া অবসর নেওয়ার পর তার জায়গাটা নিয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু সুনীল ছেত্রীর পর সেই জায়গা নেওয়া মতো কেউ নেই। সুনীলের জায়গা কে নেবেন তা এখনো বোঝা যাচ্ছে না।

এআইএফ এর পুরস্কার প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার ও কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘সত্যিই এটা একটা চিন্তার বিষয় এই বয়সেও সুনীল পুরস্কার পেয়ে যাচ্ছেন। সুনীল অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্য। এই নিয়ে কোনো কথা হচ্ছে না । কিন্তু আর কোনও ভারতীয় ফুটবলারকে দেখা যাচ্ছে না, যে তিনি সুনীল ছেত্রীর জায়গা নিতে পারবেন। মনবীর সিং কে একটু ভালো লাগছিল। কিন্তু মনবীরও এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না।আমার মতে এটা কোচের ব্যর্থতা।সকলের ব্যর্থতা। তারা ভালো স্ট্রাইকার তুলে আনতে পারছেন না ভারতীয় ফুটবলে ।পাশাপাশি আইএসএল এর মত প্রতিযোগিতায় ভারতীয় স্ট্রাইকাররা সুযোগ পাচ্ছে না সেজন্যই হয়তো কোনও নতুন স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না ভারতীয় ফুটবলে।’

একইসঙ্গে তিনি বলেন, ‘যদি আইএসএলে কোন কোটা থাকত যে ভারতীয় ফুটবলারদের খেলাতেই হবে সেই ক্ষেত্রে ভারতীয় ফুটবলাররা লাভবান হত। সুযোগ থাকতো ভারতীয় ফুটবলারদের ।তখন হয়তো নতুন সুনীল ছেত্রীকে দেখতে পেতাম আমরা। কিন্তু এখনও সেটা হচ্ছে না। এটা অবশ্যই চিন্তার কারণ।’