কলকাতা ময়দানে যথেষ্ট সফল থেকেছেন সুজাতা কর (Sujata Kar)। একটা সময় তার হাত ধরেই অপরাজিত ভাবে কন্যাশ্রী কাপ জেতে ইস্টবেঙ্গল ফুটবল দল। তারপরেই আসে সেই সুবর্ন সুযোগ। দেখা দেয় বাংলার প্রথম দল হিসেবে জাতীয় লিগ খেলার হাতছানি। তবে তার আগেই বেশকিছু কারন দেখিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা শোনা যায় মহিলা দলের এই কোচের থেকে।
যা শুনে রীতিমতো অবাক করেছিল সকলকে। তবে শেষ পর্যন্ত ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছিল বিশেষ সমাধান সূত্র। যারফলে, নিজের পদত্যাগ পত্র ফিরিয়ে নিয়ে ভোররাতে জাতীয় লিগ খেলতে দলের সাথে উড়ে যান তিনি। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই বাড়তে থাকে যত সমস্যা।
যা নিয়ে পরবর্তীতে সরগরম হয়ে ওঠে কলকাতা ময়দানে। তাই পরিস্থিতির সামাল দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে বলতে শোনা যায়, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। যদি সুজাতা করের অভিযোগ যদি সঠিক ও যুক্তিযুক্ত হয়ে থাকে, তাহলে ক্লাবের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে ক্লাব কর্তাদের তরফ থেকে অনুরোধের জন্য পরবর্তীতে দলের দায়িত্ব সামাল দিলেও জাতীয় লিগ শেষ হতেই লাল-হলুদ শিবির থেকে সরে দাঁড়ান লাল-হলুদ দলের এই মহিলা কোচ।
পরবর্তীতে ময়দানের এক শক্তিশালী ক্লাব সার্দান সমিতির সঙ্গে যুক্ত হন এই সফল কোচ। সেখানেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে আজ বড়সড় দায়িত্বভার উঠেছিল তার হাতে। বলাবাহুল্য, কলকাতা লিগের ইতিহাসে প্রথমবার কোনো মহিলা কোচ হিসেবে দলের দায়িত্ব এসেছে তার কাঁধে। তবে প্রিমিয়ার ডিভিশন লিগের কথা মাথায় রেখে রঞ্জন ভট্টাচার্যকে দলের দায়িত্ব দেওয়া হলেও আজ বেশকিছু কারনের জন্য মাঠে অনুপস্থিত থাকার কথা উঠে এসেছিল, তাই সেক্ষেত্রে হটসিটের দায়িত্ব আসে সুজাতা করের কাছে।