মোহনবাগান দিবসে পুরষ্কার পাচ্ছেন সুহেল ভাট

গত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টের জার্সিতে দাপিয়ে খেলছেন সুহেল আহমেদ ভাট। কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ, প্রত্যেক ক্ষেত্রেই…

Mohun Bagan Suhail Ahmed Bhat

গত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টের জার্সিতে দাপিয়ে খেলছেন সুহেল আহমেদ ভাট। কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ, প্রত্যেক ক্ষেত্রেই দুরন্ত পারফরম্যান্স থেকেছে এই ফুটবলারের। তাঁর দৌলতে বহু ম্যাচে পিছিয়ে থেকেও জয় নিশ্চিত করেছে সবুজ-মেরুন।

   

চলতি কলকাতা লিগে ও কোচ ডেগি কার্ডোজোর অন্যতম ভরসাযোগ্য ফরোয়ার্ড হিসেবে বিবেচিত এই তারকা। আসন্ন মোহনবাগান দিবসে (Mohun Bagan Day 2024) এবার তাঁকেই সম্মানিত করছে মোহনবাগান ফুটবল ক্লাব। সেরা তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন সুহেল। স্বাভাবিকভাবেই যা খুশি‌ করেছে সমর্থকদের।‌

উল্লেখ্য, শেষ কয়েক সিজনে এই সবুজ-মেরুন জার্সিতে নিজেকে ব্যাপকভাবেই মেলে ধরেছেন তিনি। কলকাতা ফুটবল লিগের গত ডার্বি ম্যাচে তাঁর করা গোলেই ব্যবধান কমিয়ে ছিল ময়দানের এই প্রধান। জয় না আসলেও সুহেলের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল সকলের। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাঁকে দেখে যেতে পারে বাগানের সিনিয়র দলে।

এছাড়াও মোহনবাগানের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেট্রতোস। সেরা তরুণ ফুটবলার সুহেল ভাট, সেরা ফরোয়ার্ড মনবীর সিং, সেরা ক্রিকেটার অবলীন ঘোষ, সেরা স্পোর্টস অফিসিয়াল সৌরভ পাল, সেরা স্পোর্টস জার্নালিস্ট দেবাশীষ দত্ত, সেরা অ্যাথলিট করুনাময়ী মাহাতো। তাদের প্রত্যেকের হাতেই পুরষ্কার তুলে দেওয়া হবে মোহনবাগান দিবসে।

কিন্তু সেখানেই শেষ নয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেরা সমর্থক ও সেরা রেফারি নির্বাচিত করা হয়েছে। সেই অনুযায়ী পুরষ্কার পেতে চলেছেন বাপি মাজি এবং অজয় পাসওয়ান। সেরা সমর্থক হিসেবে সম্মানিত হতে চলেছেন এই দুইজন। পাশাপাশি সেরা রেফারি মনোনিত হয়েছেন দিলীপ সেন।