East Bengal vs Mohun Bagan: গোলকিপিংয়ের ক্ষেত্রে হাইট কতটা গুরুত্বপূর্ণ? জানালেন সুব্রত পাল

সোমবার আরএফডিএল-এ হয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ম্যাচ। ৫ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। বাগানের পক্ষে ম্যাচের ফলাফল ৫-১। এই ফলাফলের জন্য অনেকেই দায়ী…

RFDL Subrata Paul East Bengal vs Mohun Bagan
প্রীতম সাঁতরা
প্রীতম সাঁতরা, কলকাতা

সোমবার আরএফডিএল-এ হয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ম্যাচ। ৫ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। বাগানের পক্ষে ম্যাচের ফলাফল ৫-১। এই ফলাফলের জন্য অনেকেই দায়ী করছেন ইস্টবেঙ্গলের গোলকিপার রণিত সরকারকে। লাল হলুদ ক্লাব সমর্থকদের অনেকের দাবি, গোলকিপারের ‘হাইট শর্ট’, তাই এতো গোল করতে পেরেছে মোহনবাগান।

গোলকিপিংয়ের ক্ষেত্রে হাইটটাই কি সব? কিংবদন্তি সুব্রত পালকে (Subrata Paul) করা হয়েছিল এই প্রশ্ন। তিনি বুঝিয়ে দিয়েছেন একজন ভালো গোলকিপার হওয়ার জন্য কী কী গুণ একজনের মধ্যে থাকা উচিৎ।

ফোনে সুব্রত পাল জানিয়েছেন, “হাইট হয়তো ম্যাটার করছে। কিন্তু স্কিল থাকাটা বেশি জরুরি। আমার কাছে গোলকিপিং করা একটা আর্ট, শিল্প। একটা দলে গোলকিপার থাকে মাত্র একজন। তাকে স্কিলফুল হতেই হবে। শুধু শটস্টপার হলেই হবে না। বল এল, সেটাকে ঘুষি মেরে বাইরে বের করে দিলাম, শুধু এটা করলে হবে না।”

“মেক্সিকোর জর্জ ক্যাম্পোসের কথা আমরা জানি। ওনার হাইট ৬ ফুটের কম ছিল। মেক্সিকোর আরও এক গোলকিপার (গুইলারমো) ওচোয়া ওরই কিন্তু হাইট খুব বেশি নয়। আমার ব্যক্তিগত ধারণা, একজন গোলকিপারে টেকনিক থাকাটা আগে জরুরি।”

তবে গোলকিপিং করার ক্ষেত্রে উচ্চতা যে একেবারেই কোনও ফ্যাক্টর নয় সেটাও কিন্তু সুব্রত বলেননি। তাঁর মতে, “তবে ব্যক্তিগতভাবে আমি কখনই এমন গোলকিপারকে মাঠে নামাতে চাইবো না যারা হাইট খুব কম। ৫ ফুট ৪ ইঞ্চি, ৫ ফুট ৫ ইঞ্চি… এরকম হাইটের গোলকিপারকে মাঠে নামানোর পক্ষে আমি নই। ভালো উচ্চতার গোলকিপার থাকলে কিছু সুবিধা রয়েছে। প্রতিপক্ষের ফুটবলারদের ওপর মানসিক চাপ বিস্তার করা যায়। তবে শুধু হাইট নয়, সঙ্গে স্কিল চাই।”