টুইটারের পর এলন মাস্ককে ‘Swiggy’ কেনার আর্জি শুভমন গিলের

টুইটারের (Twitter) পর এবার কিনা এলন মাস্ককে ফুড ডেলিভারি সংস্থা সুইগিকে কিনে নিতে বললেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। Advertisements যদিও…

টুইটারের (Twitter) পর এবার কিনা এলন মাস্ককে ফুড ডেলিভারি সংস্থা সুইগিকে কিনে নিতে বললেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisements

যদিও তিনি একটি ফলপ্রসূ আইপিএল মরশুম নাও থাকতে পারেন, ভারতীয় ক্রিকেটার শুভমান গিল এখনও খবরে থাকতে সক্ষম হয়েছেন। তার টুইটের জন্য সমস্ত ধন্যবাদ যা ইন্টারনেটে কথা বলার জন্য ছেড়ে দিয়েছে। তিনি লেখেন, ‘এলন মাস্ক, দয়া করে সুইগি কিনুন যাতে তারা সময়মতো সরবরাহ করতে পারে।’

বিজ্ঞাপন

এদিকে গিলের এহেন টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেক ইউজারই তাঁদের নিজেদের মতামত ব্যক্ত করতে শুরু করেন। শুধু তাই নয়, শুভমন গিলের সুইজি কিনে নেওয়ার আর্জির জন্য ট্রোলড অবধি হয়েছেন। আইপিএলে তাঁর পরফরম্যান্স ঘিরেও অনেকে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ‘শেষ বার অরেঞ্জ জার্সি পরা একজনের ডেলিভারি সামলাতে পারোনি তুমি।’