মেরিনার্সদের ভরসা জোগাচ্ছেন শুভাশিস, কি বললেন বাগান অধিনায়ক?

সদ্য শেষ হওয়া কলিঙ্গ সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে পরাজিত হয়েছিল মোহনবাগান। যারফলে, ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। পরবর্তীতে…

Subhasish Bose

সদ্য শেষ হওয়া কলিঙ্গ সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে পরাজিত হয়েছিল মোহনবাগান। যারফলে, ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। পরবর্তীতে সেখান থেকেই সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল। সেখানে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। সেই ঘোর এখনো কাটেনি সমর্থকদের মধ্যে। এসবের মাঝেই আইএসএলের দ্বিতীয় লেগ শুরু হতে চলেছে আগামীকাল থেকে। যেখানে মুখোমুখি হতে হবে শক্তিশালী মোহনবাগান দলের বিপক্ষে। এই ম্যাচ জিতেই টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরু করতে চাইছে দুই প্রধান। কিছুদিন আগে ট্রফি জেতায় কিছুটা হলেও আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ব্রিগেড।

অন্যদিকে, বদলা নেওয়ার লড়াই মেরিনার্সদের। এশিয়ান কাপে অংশগ্রহণ করার দরুন গত ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক শুভাশিস বসু থেকে শুরু করে গোলরক্ষক বিশাল কায়েথ, মানবীর সিং ও সাহাল আব্দুল সামাদ সহ দীপক টাংড়ির মতো ফুটবলার। তবে বর্তমানে গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করেছেন সকলে। যার দরুন এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। ম্যাচের আগেরদিন ঠিক এমনটাই ইঙ্গিত দিয়ে গেলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। তার কথায় এই ম্যাচে নিজেদের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করবেন সকলে। যারফলে অনেকটাই চাপে পড়ে যেতে পারে প্রতিপক্ষ ফুটবল দল।

এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে শুভাশিস বসু বলেন, এই সমস্ত ম্যাচে হট ফেভারিট বলে কোনো কিছুই হয়না। দুই পক্ষেরই জেতার সুবর্ন সুযোগ আছে। তাছাড়া আমাদের ড্রেসিং রুমের পরিস্থিতি ও অনেক ভালো। জাতীয় দল থেকে ফিরে আসার পর মোটামুটি সবাই অনুশীলন করেছেন। সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাছাড়া আমরাও সকলে দলের কোচের উপর ভরসা রাখছি। আমরা নিজেদের উজাড় করে দিতে পারলে আগামীকাল ভালো ফল হতেই পারে।