শনিবার দুর্যোগের জেরে বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গলের প্রস্তুতি৷ ডার্বির (Kolkata derby) আগের দিন প্রস্তুতি নিতে না পারায় খানিকটা হতাশ লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। শনিবার দুপুরে ক্লাব টেন্টে প্রাক্টিস রেখেছিলেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। সময় মতো দলের সকল ফুটবলার’রা হাজির হয় ক্লাব তাঁবুতে।
এদিন ক্লোজড ডোর অনুশীলন রেখেছিলেন স্টিফেন।কিন্তু ডার্বির আগের দিন কথা। তা ই ক্লাব তাঁবুর সামনে বৃষ্টি উপেক্ষা করে বিপুল পরিমাণ লাল হলুদ সমর্থক উপস্থিত হয়েছিলেন এদিন।
আড়াই বছর পর ফের কলকাতায় ডার্বি। আর সেই ডার্বি ম্যাচ জেতার আব্দার জুড়ে দিলো তারা নিজেদের পছন্দের খেলোয়াড়’দের সামনে পেলে। ইতিমধ্যে এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা পৌঁছেছে তুঙ্গে।
এদিন’ও দীর্ঘ লাইন ছিল ক্লাব তাঁবুর সামনে।টিকিট কিনতে বৃষ্টির তোয়াক্কা করছিলো না সমর্থক’রা। লাল হলুদের ফুটবলার’রা আজ নিশ্চিত ভাবে অনুধাবন করেছে ইস্টবেঙ্গলে আগত নতুন ফুটবলার’রা ডার্বি’র মানে।
প্রসঙ্গত, এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন না ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ভিপি সুহের। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বৃষ্টি না থামায় প্রাক্টিস বাতিল করে ইস্টবেঙ্গল কোচ কনস্টানটাইন।