SC EAST BENGAL: লাল-হলুদ শিবিরে নাম লেখালেন স্ট্রাইকার রাহুল পাসোয়ান

Rahul Paswan

কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসোয়ান এসসি ইস্টবেঙ্গল (SC East bengal) দলে নাম লেখালেন। পজিটিভ স্ট্রাইকারের সমস্ত গুণ রয়েছে তরুণ প্রতিভাবান এই ফুটবলারের মধ্যে।

২০২১-২২ মরসুমে কলকাতা লিগে টপ স্কোয়ার ছিলেন রাহুল পাসোয়ান। বিএসএস স্পোর্টিং ক্লাবের(BSS Sporing Club) হয়ে লিগে সবচেয়ে বেশি গোল করেছিলেন রাহুল। সেই রাহুল পাসোয়ান এবার যোগ দিচ্ছেন লাল-হলুদে। মঙ্গলবার সন্ধ্যায় BSS Sporting Club’র তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে। এসসি ইস্টবেঙ্গলের(SC East bengal) মতো দেশের অন্যতম বড় ক্লাবে খেলার জন্য শুভেচ্ছাও জানিয়েছে দল। ওই টুইট পোস্ট হল,”এটি জাতীয় মঞ্চে দোলা দেওয়ার সময় @sc_eastbengal-এ আপনার ভালো সময় কাটুক।”

   

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের হেডকোচ মারিও রিভেরা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বিপক্ষের বিরুদ্ধে বল পায়ে আক্রমণের প্রসঙ্গে নিজের ফুটবল দর্শন ব্যাখা প্রসঙ্গে বলেন,”আমি টোটাল ফুটবল পছন্দ করি, আমি আক্রমণ করতে পছন্দ করি এবং আমরা সেই দিকটিতে নিজেদের উন্নতি করার চেষ্টা করব।”

প্রসঙ্গত উল্লেখ্য যে,এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে রিভেরার কি পরিকল্পনা এই ইস্যুতে তিনি বলেন,” প্রথমত, আমি চেষ্টা করব এবং দলের চেতনা অটুট রাখব। খেলোয়াড়রা শেষ কয়েক ম্যাচে তাদের সব দিয়েছেন। কিন্তু ফুটবলে ভারসাম্য থাকতে হবে রক্ষণ ও আক্রমণে এবং ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের চেয়ে ভালো হতে হবে।” আর এই ফর্মুলাতেই লাল হলুদ শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কলকাতা লিগের টপ স্কোরার রাহুল পাসোয়ান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন