বেসুরো-বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি, পরিস্থিতি সামলাতে নাড্ডার দ্বারস্থ‌ নেতৃত্ব

বেসুরোদের লাগাতার বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিনিয়ত ক্ষোভ উগরে যাচ্ছেন বেসুরো নেতারা। এই দলে রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার,…

BJP

বেসুরোদের লাগাতার বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিনিয়ত ক্ষোভ উগরে যাচ্ছেন বেসুরো নেতারা। এই দলে রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু সহ অনেকেই। তবে এই বিরোধিতা আর সহ্য করতে পারলনা নেতৃত্ব। বেসুরোদের নালিশ পৌঁছাল দিল্লিতে।

সূত্রে খবর, বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দিল্লিতে নালিশ করেছেন। এই অভিযোগ করা হয়েছে সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে।

রাজ্য বিজেপি নেতৃত্ব সাধারণ সম্পাদকের পদ থেকে সায়ন্তন বসুকে সরিয়ে অমিতাভ চক্রবর্তীকে দায়িত্ব দেয়। এরপরই ক্ষুব্ধ সায়ন্তন বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ত্যাগ করেন। একে একে শান্তনু ঠাকুর সহ অন্যান্য বিজেপি নেতারাও দল ছাড়তে শুরু করেন। বনগাঁর সাংসদের অভিযোগ, মতুয়াদের গুরুত্ব দিচ্ছে না দল। সেই ক্ষোভেই গ্রুপ ছেড়ে বেরিয়ে আসা।

কিছুদিন আগে বেসুরোদের নিয়ে একটি পিকনিক করেন শান্তনু ঠাকুর। সেটিকে কেবল একটি ‘গেট টুগেদার’ বলা হলেও রাজনৈতিক মহলে উত্তেজনা কমেনি। এবার দিল্লিতে নালিশ জমা পড়ায় বঙ্গ বিজেপিতে কি প্রভাব পড়ে তা জানা কেবল সময়ের অপেক্ষা।