চলতি আইএসএলেও অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রবল দাপটের সাথে তারা প্রথম লেগ শুরু করলেও পরবর্তীতে ছন্দ হারাতে শুরু করেছিল ময়দানের এই প্রধান। মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে ওডিশা এমনকি গোয়ার কাছেও পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের।
যার দরুন পয়েন্ট টেবিলের বেশ খানিকটা নিচে চলে আসতে হয়েছিল শুভাশিসদের। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরু হতেই ফের ছন্দে ফেরে সবুজ-মেরুর ব্রিগেড। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে ড্র করতে হলেও হায়দরাবাদ ম্যাচ থেকেই জয়ের সরণীতে ফিরে আসে কামিন্সরা। এবার শীর্ষে ওঠার লক্ষ্য অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas )।
আগামী ১ লা মার্চ ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুর এফসি মুখোমুখি হবে মেরিনার্সরা। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে শিল্ড জয়ের পথ প্রশস্ত করতে চাইবে কামিন্সরা। সেইমতো গত কয়েকদিন ধরে গোটা দলকে অনুশীলন করাচ্ছেন কোচ হাবাস। অধিনায়ক থেকে শুরু করে আশিস রাই কিংবা হেক্টর ইউৎসের মত ফুটবলারদের রক্ষণভাগে রাখার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের রেখেই ৩ পয়েন্ট তুলে আনার ছক কষছেন স্প্যানিশ বস। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলেই সমান ম্যাচ খেলে ১ পয়েন্টে এগিয়ে লিগ শীর্ষে উঠে আসবে বাগান ব্রিগেড।
সেজন্য জামশেদপুর এফসির রণকৌশল রপ্ত করে সেইমত দলের ফুটবলারদের তৈরি করছেন হাবাস। বিশেষ করে সিচুয়েশন প্র্যাকটিসে জোর দেওয়ার পাশাপাশি দলের আক্রমণ ভাগের গতি বাড়ানোর দিকেই বাড়তি নজর দিতে দেখা যায় বাগান কোচকে। সেই সাথে প্রতিপক্ষ দলের আক্রমণ রুখতে একেবারে শক্তিশালী ডিফেন্স সাজানোর ও পরিকল্পনা রয়েছে।