Stiven Mendoza: আগুনে পুড়ে ছাই আইএসএল খ্যাত মেন্ডোজার গাড়ি

Stiven Mendoza's Car

অশান্ত হয়ে উঠেছে ব্রাজিল। ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য অবনমন হয়েছে সান্তোস। কিংবদন্তি পেলে, নেইমারের খেলা ক্লাব সান্তোস নেমে গিয়েছে ব্রাজিলের দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগে। এরপরেই শুরু অশান্তি। একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনার আঁচ। আগুনে পুড়ে ছাই স্টিফেন মেন্ডোজার (Stiven Mendoza) গাড়ি।

Advertisements

আরও পড়ুন:  East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের

চেন্নাইন এফসির হয়ে ভারতের খেলেছিলেন স্টিফেন মেন্ডোজা। তারকা ফরোয়ার্ডের দৌড় এখনও ভুলতে পারেননি ভারতীয় ফুটবল প্রেমীরা। চলতি বছরে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ধারাবাহিকভাবে খেলেছেন ক্লাবের হয়ে। করেছেন বেশ কিছু গোল। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। টুর্নামেন্টের শেষ ম্যাচে হেরে অবনমন হয়েছে সান্তোসের। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৩৬ টি ম্যাচ খেলেছেন স্টিফেন মেন্ডোজা। করেছেন দশটি গোল।

Advertisements

২০১৪ সালে চেন্নাইয়িন এফসিতে যোগ দেওয়া মেন্ডোজা ইন্ডিয়ান সুপার লিগের সর্বকনিষ্ঠ বিদেশী খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে পরিচিতি অর্জন করেছিলেন। ক্লাবের হয়ে ২৫ ম্যাচে মনে রাখার মতো ১৭ গোল করেছিলেন। ভারতের ক্লাবে খেলার পর একাধিক দলে যুক্ত হয়েছিলেন। এখন তিনি সান্তোসের ফুটবলার।

আরও পড়ুন:  Mohun Bagan: চোট গুরুতর নয় সবুজ-মেরুনের এই তারকার, জানুন

প্রাপ্ত খবর অনুযায়ী, সান্তোসের অপ্রত্যাশিত রেলিগেশন ভক্তদের মধ্যে হতাশার বহিঃপ্রকাশ ঘটায়। যার ফলে স্টিভেন মেন্ডোজার গাড়িতে আগুন দেওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটে। সান্তোসের হয়ে ২৬ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্টের ব্যক্তিগত অবদান সত্ত্বেও, রেলিগেশনের হতাশা কোনও ব্যক্তিগত অর্জনকে ঢেকে দিয়েছে।