Bangladesh: আইন মেনে আবেদন করেও ভিক্ষুককে প্রার্থী করেনি কমিশন, প্রবীণ মনসুরের জনসমর্থন বাড়ছে

একটানা ১৪ বছর ধরে ভিক্ষা করে জমিয়েছেন টাকা। এবার সেই টাকায় বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনে ‌ লড়তে চান আবুল মনসুর।ময়মনসিংহ-৭ আসন থেকে তিনি প্রার্থী…

Abdul Mansur Fakir

একটানা ১৪ বছর ধরে ভিক্ষা করে জমিয়েছেন টাকা। এবার সেই টাকায় বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনে ‌ লড়তে চান আবুল মনসুর।ময়মনসিংহ-৭ আসন থেকে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। তবে মনোনয়ন বাতিল করেছে কমিশন। ময়মনসিংহে ত্রিশাল উপজেলার বইলড় ইউনিয়নের বড়পুকুর গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী আবুল মনসুর। তাঁকে ভোটের প্রার্থী না করায় বিতর্ক বাড়ছে।

এর আগে আঞ্চলিক ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে লড়াই করেছিলেন ভিক্ষুক আবুল মনসুর। চমক তৈরি করে তখন তিনি চতুর্থ। তার জনসমর্থন বাড়তে থাকে। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ পদের জন্য ভোট লড়াই করতে চান তিনি।

   

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। ভোটে লড়তে ভিক্ষাজীবী আবুল মনসুর নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অভিযোগ সহকারী রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়ন আটকে দেন। ভিক্ষার টাকায় ফর্ম কিনে জমা দিয়েছিলেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে আদায় করেছিলেন জনসমর্থন। আবুল মনসুরকে নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল গোটা এলাকায়। তার পক্ষে ছিলেন খেটে খাওয়া অসহায় সমস্ত মানুষ। শেষ পর্যন্ত হোঁচট খেতে হয়েছে তাকে।

নির্বাচন কমিশন জানাচ্ছে, এক শতাংশ ভোটারের সমর্থন নিয়ে গরমিল থাকার কারণে ভিক্ষাজীবী আবুল মনসুরের মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা পাঁচ থেকে নয় ডিসেম্বর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবেন নির্বাচন কমিশন। তবে ভিক্ষুক মনসুর আলী আপিল করতে পারবেন কিনা সেটা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। আপিল করার মত অর্থ নেই তার কাছে।

সবার কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, “টাকার অভাবে আপিল করতে পারছি না, এর জন্য আমি সবার সহযোগিতা চাই। আমি নির্বাচন করতে পারলে এলাকার মানুষ অনেক খুশি হত।” দুর্নীতিবাজদের হটিয়ে হতে চান একজন সৎ জনপ্রতিনিধি। সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চান আবুল মনসুর।