HomeSports NewsStatistical Triumph: এক্ষেত্রে মোহনবাগানকে জোড়া গোল দিল ইস্টবেঙ্গল!

Statistical Triumph: এক্ষেত্রে মোহনবাগানকে জোড়া গোল দিল ইস্টবেঙ্গল!

ফের ইন্ডিয়ান সুপার লীগে বিরতি। আপাতত ইন্ডিয়ান সুপার লীগে খেলা বন্ধ রয়েছে। এই অবকাশে সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে একের পর এক পরিসংখ্যান। সংখ্যার খেলায় কখনও এগিয়ে যাচ্ছে অমুক দল, তো কখনও তমুক দল।

   

ভারী দল গড়ার ব্যাপারে ইস্টবেঙ্গলকে বেশ কয়েক গোল দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলকে যে একেবারে হেলাফেলা করার মতো দল গঠন করেনি সেটাও সকলে এবার এক বাক্যে স্বীকার করবেন। কিন্তু বাগানে যেভাবে টাকার থলি পড়েছিল সেই তুলনায় লাল হলুদ শিবিরে কিছুই নয়। তবুও দল গঠন করার একটি ক্ষেত্রে সবুজ মেরুন শিবিরকে টেক্কা দিয়েছে লাল হলুদ শিবির।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলা সবথেকে দামী লেফট উইঙ্গারদের তালিকা। মোহন বাগান সুপার জায়ান্ট থেকে মাত্র একজন এই তালিকায় জায়গা পেয়েছেন, তিনি আশিক কুরুনিয়ন। ২৬ বছর বয়সী আশিকের মার্কেট ভ্যালু ১.৬ কোটি টাকা। মরসুমের শুরুর দিকে চোট পেয়ে তিনি মাঠের বাইরে। এবারের মতো আর টুর্নামেন্টে তার খেলা হবে না।

তালিকায় ইস্টবেঙ্গলের দুই ফুটবলার রয়েছেন, নন্ধা কুমার (২.২ কোটি টাকা) ও নওরেম মহেশ (২ কোটি টাকা)। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এবারের ইন্ডিয়ান সুপার লীগের সবথেকে দামী লেফট উইঙ্গার নোয়াহ, ৪ কোটি টাকা। দ্বিতীয় সবথেকে দামী লেফট উইঙ্গার বিপিন সিং, ২.৬ কোটি টাকা।

Latest News