Dal Lake Fire: ডাল লেকে ভাসছে পোড়া নৌকা, তিন বাংলাদেশি মৃত

শ্রীনগরের ডাল লেকে রাতভর হাউসবোটে অগ্নিকাণ্ডে (Dal Lake Fire) বাংলাদেশ থেকে আসা তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের খবর নেই।…

শ্রীনগরের ডাল লেকে রাতভর হাউসবোটে অগ্নিকাণ্ডে (Dal Lake Fire) বাংলাদেশ থেকে আসা তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের খবর নেই। পাঁচটি হাউসবোট পুড়ে যাওয়ার পরে ডাল হ্রদ থেকে তিন বাংলাদেশি পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশের পর্যটকরা ডাল লেকের ‘সাফেনা’ হাউসবোটে অবস্থান করছিলেন, যেটি অন্য চারটি হাউসবোটের সাথে আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মৃত বাংলাদেশি পর্যটকদের পরিচয়পত্র ও পাসপোর্ট ধরে নয়াদিল্লি ও কলকাতার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। তাদের দেহ বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে জম্মু-কাশ্মীর পুলিশ।

পিটিআই খবর, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। দ্রুত পাশের অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার দীপাবলির দিন। ভোর থেকে ভয়াবহ আগুনে পুড়তে থাকা শ্রীনগরের ডাল লেকের হাউসবোটগুলি দেখে বিশ্বজুড়ে আলোড়ন পড়ে। বিশ্ববিখ্যাত ডাল লেকের মধ্যে ভয়াবহ অগ্নিকান্ড। আগুন নিভে যাওয়ার পর ডালের জলে ভাসছে পোড়া নৌকা। শ্রীনগর শ্রী-হীন।

ডাল লেকের হাউসবোটে আগুন লাগার এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাঁচটি নৌকাই পুড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বোট মালিকরা। অগ্নিকাণ্ডের ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় নৌকায় কেউ ছিল না।শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ডাললেক শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, লেককে কেন্দ্র করে ভোর থেকে রাত পর্যন্ত ঘটে চলা কর্মকাণ্ড এককথায় অতুলনীয়। ডাললেকে নৌকোর ওপর স্থায়ীভাবে বসবাসকারী পরিবারের সংখ্যা খুব একটা কম নয়।শিকারায় চেপে দোকানীরা এদের কাছে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে আসে। শিকারায় চেপেই খদ্দেরের কাছে পৌঁছে যায় দরজি, রোগীর কাছে হাজির হয় ডাক্তার। সব মিলিয়ে এ এক অভিনব জলনির্ভর জীবনযাত্রা। শিকারায় চেপে পর্যটকেরা দেখে নিতে পারেন চারচিনার দ্বীপ, ভাসমান উদ্যান, হজরতবাল মসজিদ, শাল এবং কার্পেটের কারখানা। ডাললেকের এক সম্প্রসারিত অংশ নাগীন লেক নামে পরিচিত। এখানকার বিলাসবহুল হাউসবোটগুলোতে থাকার রাজকীয় ব্যবস্থা অনেক তারকা হোটেলকে লজ্জা দেবে।