Arup Biswas: বাঙালি ফুটবলারের পরিচর্যায় নতুন উদ্যোগ ক্রীড়ামন্ত্রীর

State Sports Minister Arup Biswas

পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তর থেকে ফুটবলার তুলে আনতে জেলার প্রতি গুরুত্ব বাড়ালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কলকাতা লিগে খেলতে আসা জেলার ফুটবলারদের জন্য যুবভারতীতে থাকার ব্যবস্থা করেছেন। একইসঙ্গে, জেলা তথা বাংলার ফুটবলের ভিত শক্তিশালী করতে তার প্রস্তাব, এখানকার ফুটবলারদের নিয়েই বয়স ভিত্তিক লিগ হোক।

সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার তিন প্রধান ও আইএফএ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই বৈঠকে মন্ত্রীর পরামর্শ, সামনের বছর থেকেই বয়সভিত্তিক লিগ শুরু হোক। একইসঙ্গে প্রথম ও দ্বিতীয় ডিভিশনেও শুধুমাত্র বাংলার ফুটবলারদের নিয়েই লিগ শুরু হোক। অর্থাৎ প্রিমিয়ার-এ ও প্রিমিয়ার-বি ডিভিশন ছাড়া প্রথম থেকে পঞ্চম ডিভিশনের লিগে শুধু বাঙালি ফুটবলাররাই খেলুক।

   

ময়দানে একাধিক ক্লাব আছে যারা ভিন রাজ্য থেকে, বিশেষত, পাহাড় থেকে (মনিপুর, মিজোরাম ও অন্যােন্যব রাজ্য ) ফুটবলার এনে খেলায়। ফলে বাংলার বহু ফুটবলার লিগে খেলার সুযোগ পায় না। রাজ্যা ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ পরিচালিত বাংলার সর্বোচ্চ ফুটবল লিগে বাংলার ছেলেরাই ফুটবল খেলুন, সেটাই চায়ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এমনটা ঘটলে বাংলা থেকে বহু ফুটবল প্রতিভা উঠে আসবে খুব সহজেই। ক্রীড়ামন্ত্রীর এই প্রশংসনীয় উদ্যোগে সম্মত আইএফএ এবং কলকাতার তিন প্রধানও। সব কিছু ঠিক থাকলে ক্রীড়ামন্ত্রীর এই ভাবনাকে অনুসরণ করে আগামী বছর থেকে পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে চায় আইএফএ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন