ATK Mohun Bagan: বাগানে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে তারকা বিদেশি ফুটবলার

সমস্ত প্রতিক্ষার অবসান।অবশেষে ভারতের উদ্দেশ্যে রওনা দিলো এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নতুন বিদেশী ডিফেন্ডার স্লাভকো ডানজানোভিচ। ফ্লোরেন্টিন পোগবার দল স্লাভকোকে দলে নিয়েছে ডিফেন্স মজবুত…

Slavko Damjanovic

সমস্ত প্রতিক্ষার অবসান।অবশেষে ভারতের উদ্দেশ্যে রওনা দিলো এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নতুন বিদেশী ডিফেন্ডার স্লাভকো ডানজানোভিচ। ফ্লোরেন্টিন পোগবার দল স্লাভকোকে দলে নিয়েছে ডিফেন্স মজবুত করতে।

স্লাভকোকে নেওয়ার ফলে দলের ডিফেন্স মজবুত হলেও।এটিকে মোহনবাগান টিম ম‍্যানেজমেন্ট কিন্তু একজন প্রকৃত বক্স স্ট্রাইকার কে দলে নিলোনা।সেই জায়গায় ঘাটতি থেকেই গেলো একপ্রকার।এক্ষেত্রে সবুজ মেরুন কোচ ঠিক কি পরিকল্পনা করছেন,সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।বর্তমানে একটা বিষয় স্পষ্ট, কোনও ভাবে এই দল যদি প্রত‍্যাশা মতো খেলতে না পারে,তাহলে অসফল হওয়াটা খালি সময়ের অপেক্ষা।

বর্তমানে এটিকে মোহনবাগানের মাঝমাঠের ফুটবলাররা অত্যন্ত দৃষ্টিনন্দন ফুটবল খেলছেন।কিন্তু তাদের সেই চেষ্টা গুলো পূর্ণতা পাচ্ছে না দলে প্রকৃত কোনও স্ট্রাইকার না থাকায়।

স্লাভকো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি পোস্ট করেছেন।সেই স্টোরির ছবিতে দেখা যাচ্ছে একটি এরোপ্লেন।এবং সেই ছবির দ্বারা তিনি স্পষ্ট করে দিয়েছেন খুব শীঘ্রই ভারতে আসতে চলেছেন তিনি।সম্ভবত ২৮ অথবা ২৯ শে ডিসেম্বরের মধ্যে কলকাতায় পা রাখবেন স্লাভকো।

২৮ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান।অবশ্য সেই ম‍্যাচে স্লাভকোর খেলার কোনও সম্ভাবনা নেই।তার কারণ জানুয়ারি মাস না এলে তাকে রেজিস্টার্ড করতে পারবেনা এটিকে মোহনবাগান।অবশ্য তার দলের সাথে প্রস্তুতি নিতে কোনও সমস্যা নেই।সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ ই জানুয়ারির ম‍্যাচে স্লাভকো কে খেলতে দেখার সম্ভাবনা প্রবল।তার আগেই ম‍্যাচ ফিট হয়ে উঠবেন তিনি।অবশ‍্য সেই ম‍্যাচে তিনি পুরোপুরি খেলবেন কিনা,সেটা এখনও অবধি স্পষ্ট নয়।