Matti Steinmann, ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকদের কাছে এই ফিনিশ-জার্মান জাত ফুটবলারের নাম খুবই পরিচিত। ২০২০-২১ মরশুমে লাল হলুদ ব্রিগেডের হয়ে খেলে গেছিলেন তিনি। ১৭ ম্যাচে ৪ টি গোল’ও করেছিলেন। এবার তাকে দলে আসন্ন আইএসএলের জন্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল চেন্নাইয়িন এফসি। কথাবার্তা’ও এগোয় বেশ খানিকটা।
২৭ বছর বয়সী এই মিডফিল্ডার জার্মানি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া’তে খেলেছিলেন। বর্তমানে খেলছেন ব্রিসবেন রোয়ারে। জার্মানির বিভিন্ন বয়স ভিত্তিক দলের হয়ে খেলা এই ফুটবলার অবশ্য শেষে অস্ট্রেলিয়া’তেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন আগামী মরশুমে, এমনটাই জানা যাচ্ছে।তাই এবারের মতো তাকে দলে নেওয়ার আশা শেষ চেন্নাইয়িনের।
এদিকে আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী গতমরশুমের ইস্টবেঙ্গলের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যের সাথে কথা বলা শুরু করেছে চেন্নাইয়িন কর্তৃপক্ষ। এই মুহূর্তে অরিন্দম রয়েছেন স্পেনে, সেখানে মরশুম শুরু’র আগে নিজেকে ক্ষুরধার করে তোলাটাই লক্ষ্য তার।তবে শেষ মুহূর্তে তিনি আরেকবার ইস্টবেঙ্গলে থেকে যান কিনা এখন সেটাই দেখার বিষয়।