Narendra Modi: ভারতের সঙ্গে মা কালীর আশীর্বাদ রয়েছে

দেশজুড়ে চলা কালী বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সব কিছুই মায়ের চেতনায়…

দেশজুড়ে চলা কালী বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সব কিছুই মায়ের চেতনায় পরিবেষ্টিত। মা কালীর আশীর্বাদ সব সময় দেশের সঙ্গে থাকে।’

এদিন প্রধানমন্ত্রী মোদী রবিবার স্বামী আত্মস্থানন্দের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এ সময় তিনি মা কালীর কথাও বলেন। মোদী বলেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংস, একজন সাধু যিনি মা কালীকে একটি অকপট সাক্ষাত্কার দিয়েছিলেন, যিনি মা কালীর চরণে সমস্ত কিছু উৎসর্গ করেছিলেন। এই পুরো পৃথিবী, এই পরিবর্তনশীল-ধ্রুবক, সবকিছুই মায়ের চেতনা দ্বারা পরিবেষ্টিত। এই চেতনার প্রতিফলন ঘটে বাংলার কালীপূজায়। এই চেতনা বাংলা তথা সমগ্র ভারতের বিশ্বাসে প্রতিফলিত হয় এবং যখন বিশ্বাস এত পবিত্র হয়, তখন ক্ষমতা আমাদের পথ দেখায়।’

   

তিনি বলেন, মা কালীর সীমাহীন আশীর্বাদ ভারতের সঙ্গে রয়েছে। আজ এই আধ্যাত্মিক শক্তিকে সঙ্গে নিয়ে বিশ্ব কল্যাণের চেতনা নিয়ে এগিয়ে চলেছে ভারত। এরপরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেন। তিনি টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বাংলা নয়, গোটা ভারতকেই মা কালীর ভক্তির কেন্দ্র বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, এক টিএমসি সাংসদ মা কালীকে অপমান করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করেন।’