মোহনবাগান ছেড়ে জামশেদপুর যাচ্ছেন তারকা ফুটবলার

গতবারের মতো এবারও যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত বছর হিরো আইএসএল জয় করার পর এবারের মরশুম শুরুতেই ডুরান্ড কাপ এসেছে তাদের ঘরে।

nongdamba naorem

গতবারের মতো এবারও যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত বছর হিরো আইএসএল জয় করার পর এবারের মরশুম শুরুতেই ডুরান্ড কাপ এসেছে তাদের ঘরে। বলাবাহুল্য, এবারের এই ডুরান্ড কাপের শুরু থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তাদের। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলের বিপক্ষে জয় পাওয়ার পর সেই ধারা বজায় রেখেই পাঞ্জাব এফসিকে পরাজিত করে কলকাতার এই প্রধান।

তবে গ্রুপের শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হওয়ার দরুন কিছুটা ব্যাকফুটে চলে গেলেও পরবর্তীতে ফের চ্যাম্পিয়ন শিপের দৌড়ে ফিরে আসে সবুজ-মেরুন। সেখান থেকে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ দলকে হারিয়ে ফাইনালে উঠে আসে মোহনবাগান। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে হারিয়ে ডুরান্ড জয়।

তবে শুধু ডুরান্ড কাপ নয়। এবারের কলকাতা লিগেও যথেষ্ট ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে জয় দিয়ে যে সূত্রপাত হয়েছিল, তা পরবর্তীতে বজায় থাকে বহু ম্যাচে কালীঘাট দলের বিপক্ষে ড্র করার পাশাপাশি সার্দান সমিতির কাছে পরাজিত হতে হলেও পরবর্তীকালে ফের জয়ের সরনীতে ফিরে আসে সুহেল-ফারদিন সহ নাওরেম ও টাইসনরা। উল্লেখ্য, এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগে সুহেল ভাট ও ফারদিন আলি মোল্লার পাশাপাশি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে নংডম্বা নাওরেম। তারই ফল পেলেন এবার।

বিশেষ সূত্র মারফত খবর, আগত নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে এবার সবুজ-মেরুনের এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি করতে চলেছে কুপারের জামশেদপুর এফসি। হ্যাঁ ঠিক পড়েছেন। বেশকিছু বছর আগে মিনার্ভা পাঞ্জাবের যুব দল থেকে উঠে এসেছিলেন এই তারকা উইঙ্গার। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে এফসি গোয়ার মতো দলে খেলেন বেশকিছু বছর। তারপর মোহনবাগান দলের হয়ে ও খেলেছেন বেশকিছু বছর। এমনকি এবারের কলকাতা লিগে ও তাকে দেখা গিয়েছিল সবুজ-মেরুন জার্সিতে। তবে এবার জামশেদপুর দলের জার্সিতে আইএসএল খেলবেন তিনি।