ATK Mohun Bagan: বাগানে স্বস্তি জাগিয়ে ফিরলেন এই তারকা ফুটবলার

Ashique Kuruniyan

বেশ কিছু জয় অধরা থাকার জেরে এই মুহূর্তে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) আইএসএলের প্রথম ছয় স্থানে থাকাটাই এখন প্রবল চাপের একটা বিষয় হয়ে দাড়িয়েছে। পরিস্থিতি এখন এমন’ই যে এটিকে মোহনবাগানের এখন যে বাকি দুটো ম‍্যাচ আছে সেখানে জয় পাওয়াটা এখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরনবাঁচন ম‍্যাচের আগে সুখবর পেল মোহনবাগান

   

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে হারের পর কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন, দলের বর্তমান যা চোটঘাতের সমস্যা, তাতে একটা নতুন দল তৈরী করা যাবে চোটাঘাত লাগা ফুটবলারদের নিয়ে। অবশ্য কোচের দাবিকে একেবারেই ভুল বলা যাবে না। চোটাঘাতের পাশাপাশি কার্ড জনিত সমস্যাও ভোগাচ্ছে সবুজ মেরুন শিবিরকে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বেঙ্গালুরু জেতায় কঠিন হল মোহনবাগানের প্লে অফে যাওয়ার অঙ্ক

লাল কার্ড দেখার ফলে এটিকে মোহনবাগানের ফুটবলার আশীক কুরুনিয়ান লাল কার্ড দেখায় সরাসরি সাসপেন্ড হয়েছিল। এরফলে পরপর বেশ কয়েকটি ম‍্যাচে এটিকে মোহনবাগানের উইং ভীষণ দূর্বল হয়ে পড়েছিল। আশিক করুনিয়ানের বদলে খেলা লিস্টন কোলাসো কোনও ম‍্যাচেই তেমন কার্যকর ফুটবল খেলতে পারেননি।

আরও পড়ুন: ATK Mohun Bagan: জনি কাউকোর বদলে রিয়াল মাদ্রিদের স্প‍্যানিশ তারকাকে আনছে মোহনবাগান!

শোনা যাচ্ছে, তিন ম‍্যাচ সাসপেন্ড থাকার পর অবশেষে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম‍্যাচে অবশেষে দলে ফিরতে চলেছে আশিক কুরুনিয়ান। আশিকের দলে ফেরাটা অক্সিজেন যোগাবে জুয়ান ফেরান্দোর দলকে। তবে বেশ কয়েকটি ম‍্যাচ টানা না খেলায় আশিক নিজেকে এখন কতটা মানিয়ে নিতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন