Sports News : দলবদলের বাজারে নিশ্চিত হল এক ফুটবলারের দল। আগামী পর্যন্ত যা খবর, আগামী মরশুমে জামশেদপুর এফসির হয়ে মাঠে নামতে পারেন জার্মানপ্রীত সিং। দিন কয়েক আগে শোনা গিয়েছিল যে তাঁকে সই করানোর ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)।
শনিবার সন্ধ্যায় জানা গিয়েছে, ফ্রি ট্রান্সফারে জার্মানপ্রীত সিং-কে দলে নিয়েছে জামশেদপুর ফুটবল ক্লাব। পঁচিশ বছর বয়সী পাঞ্জাব তনয়ের সিনিয়র ক্লাব কেরিয়ার খুব একটা বেশি নয়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী লিগে পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছেন জার্মানপ্রীত। নামের পাশে গোলও রয়েছে।
ইন্ডিয়ান সুপার লিগে একটি মাত্র ক্লাবেই এখনও পর্যন্ত খেলেছেন। চেন্নাইয়ান এফসির হয়ে ধারাবাহিক পারফর্মার। ডেম্পো এবং মিনার্ভা পাঞ্জাবের হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে অংশ নিয়েছেন বয়স ভিত্তিক বিভিন্ন দলে। জাতীয় দলের জার্সিতে অনূর্ধ্ব ১৯, ২৩ এবং সিনিয়র দলের হয়ে মাঠে নেমেছেন।
মে মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল এই পাঞ্জাব তনয়কে নেওয়ার জন্য আগ্রহ রয়েছে লাল হলুদ শিবিরের। দলবদলের বাজারে আকচার শোনা যায় নানান জল্পনা বা গুজব। যার সত্যতা কিংবা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জার্মানপ্রীত সম্পর্কিত জল্পনাও তার ব্যতিক্রম নয়।