Sports News : উত্তাল হবে আরব সাগর, বড় ঘোষণা করল ভারত

Sports News : উত্তাল হতে চলেছে আরব সাগর। পারে লাগবে উৎসবের রঙ। বৃহস্পতিবার বড় ঘোষণা করল সার্ফিং ফেডারেশন অব ইন্ডিয়া (SFI)। শুরু হতে চলেছে ভারতীয়…

Sports News : উত্তাল হতে চলেছে আরব সাগর। পারে লাগবে উৎসবের রঙ। বৃহস্পতিবার বড় ঘোষণা করল সার্ফিং ফেডারেশন অব ইন্ডিয়া (SFI)। শুরু হতে চলেছে ভারতীয় ওপেন সার্ফিংয়ের (Indian Open Surfing) তৃতীয় সংস্করণ।

সার্ফিং ফেডারেশন অব ইন্ডিয়ার এই ইভেন্ট আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত। দেশের নামকরা সার্ফাররা যোগ দেবেন প্রতিযোগিতায়। কর্ণাটকের পানাম্বুর বিচে টুর্নামেন্টের আয়োজন করা হবে। চলতি বছরের ২৭ মে থেকে শুরু হয়ে চলবে ২৯ মে পর্যন্ত। প্রতিযোগিতা তিন দিনের।

টুর্নামেন্টের প্রধান স্পনসর কর্ণাটকের পর্যটন বিভাগ। এছাড়াও আয়োজনে আরও একাধিক সংস্থা এগিয়ে এসেছে। তিনটি ভাগে ভাগ করে আরব সাগরে চলবে সার্ফিং- পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব ১৬ ।

জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি ডক্টর রাজেন্দ্র কেভি বলেছেন, ‘সার্ফিং ফেডারেশন অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। রাজ্যের কম পরিচিত সৈকত তটকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এর ফলে আগামী দিনে পর্যটন বিভাগ লাভবান হতে পারে। রাজ্যের এই অনন্য সুন্দর অংশটি ভারতীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি ট্যুরিস্টদেরও আকর্ষিত করতে পারে।’