SSC Scam: সিবিআই প্রস্তুত শিক্ষা প্রতিমন্ত্রীকে জেরার জন্য, গ্রেফতারের সম্ভাবনা

পলাতক ছিলেন। এবার নাটক শেষ করে কলকাতায় এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কন্যা অঙ্কিতা কে অবৈধ উপায়ে স্কুলে চাকরি (SSC Scam) পাইয়ে দেওয়ার মামলায়…

Paresh Adhikari

পলাতক ছিলেন। এবার নাটক শেষ করে কলকাতায় এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কন্যা অঙ্কিতা কে অবৈধ উপায়ে স্কুলে চাকরি (SSC Scam) পাইয়ে দেওয়ার মামলায় সিবিআই জেরার মুখোমুখি হবেন মন্ত্রী।

চরম নাটকীয় পরিস্থিতি তৈরি করে জলপাইগুড়ি থেকে কলকাতা আসার পথে বু়ধবার পদাতিক এক্সপ্রেস থেকে বর্ধমানে নেমে পালিয়ে গেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। বর্ধমান থেকে গোপনে তিনি ফের উত্তরবঙ্গ চলে যান। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।

   

এরপর শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে দার্জিলিংয়ের বাগডোগরা বিমান বন্দরে দেখা যায়। কী করে কোন পথে তিনি বর্ধমান থেকে নিজেকে লুকিয়ে ফের উত্তরবঙ্গে পৌঁছে গেছিলেন তাও এক চর্চার বিষয়।

পরেশ অধিকারী কোচবিহারর মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক। তিনি বামফ্রন্ট আমলে ফরওয়ার্ড ব্লক দলে ছিলেন। তৎকালীন খাদ্য মন্ত্রী হন। পরে বাম জমানা শেষ হতেই পরেশ অধিকারী যোগ দেন টিএমসিতে। এর পরেই তাঁর কন্যার চাকরি নিয়ে বিতর্ক তৈরি হয়।

অভিযোগ, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার নাম মেধা তালিকায় ছিল না। কিন্তু তার নাম অবৈধ উপায়ে তালিকায় ঢোকানো হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়। হাইকোর্ট এই মামলায় পরেশ অধিকারীকে সিবিআই জেরার মুখোমুখি হতে নির্দেশ দেয়।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে জেরা করেছে সিবিআই।

জানা গিয়েছে পার্থবাবুর উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। তাঁকে আরও একবার ডাকতে চলেছে সিবিআই। জেরা এড়াতে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায়।