Sports News : একই দিনে ভারতের জোড়া সোনা জয়। শনিবার থাইল্যান্ড ওপেনে (Thailand Open) স্বর্ণ পদক জিতলেন গোবিন্দ এবং অনন্ত প্রহ্লাদ। রুপোর পদক পেয়েছেন মণিকা ও অমিত পঙ্গল।
GOLD FOR ANANTA! 🤩🔥#AnantaPralhad (54 kg) displays a good mix of aggression and defense to topple 🇹🇭’s Ritthiamon Sae and secure 2nd 🥇for 🇮🇳 at #ThailandOpen
Score: 5️⃣-0️⃣
Well done champ! 👏👏#PunchMeinHaiDum#Boxing pic.twitter.com/7vfaewmiW4
— Boxing Federation (@BFI_official) April 9, 2022
এ’দিন থাইল্যান্ড ওপেনে দিনের শুরুটা হয়েছিল রুপো জয়ের মধ্য দিয়ে। মহিলাদের ৪৮ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিল মণিকা। স্থানীয় বক্সার চুতামস রকাস্তের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ০-৫ ব্যবধানে হেরে গিয়েছিলেন তিনি।
ছেলেদের বিভাগে দিনের শুরু হয়েছিল প্রথম স্থান অধিকার করে। ৪৮ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছিলেন গোবিন্দ। ৫-০ ব্যবধানে তিনি হারিয়েছিলেন থাইল্যান্ডের এন থামচোরিয়ানকে।
৫২ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি ম্যাচে নজর কাড়ছিলেন অমিত পঙ্গল। প্রতিপক্ষ রোগেন ল্যাদনের পক্ষের ম্যাচের ফল ৩-২।
ভারতের দ্বিতীয় সোনা জয় ৫৪ কেজি বিভাগে। সহজ জয় পেয়েছেন অনন্ত প্রহ্লাদ। ৫-০ স্কোরে জিতেছেন তিনি।