Sports News : ঠেলাগাড়িতে সব্জি বিক্রি করেন মা, বিশ্বকাপে গোল করে ভারতকে জেতালেন মেয়ে

Sports News : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের ইউনিভার্সিটি গ্রাউন্ডে মহিলাদের জুনিয়র হকি (Hockey) বিশ্বকাপে ঐতিহাসিক জয় অর্জন করেছে টিম ইন্ডিয়া। গোল…

Sports News : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের ইউনিভার্সিটি গ্রাউন্ডে মহিলাদের জুনিয়র হকি (Hockey) বিশ্বকাপে ঐতিহাসিক জয় অর্জন করেছে টিম ইন্ডিয়া। গোল করে দলকে জিতিয়েছেন মুমতাজ। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে প্রবেশ করেছে ভারত। মেয়ে যখন দেশের হয়ে গোল করলেন, তাঁর মা তখন ঠেলাগাড়িতে সব্জি বিক্রি করছিলেন।

এই নিয়ে দ্বিতীয়বার জুনিয়র মহিলা বিশ্বকাপের শেষ চারে উঠেছে ভারত। এখনও পর্যন্ত ছয় গোল করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা মমতাজ। ওয়েলসের বিরুদ্ধে ভারতের উদ্বোধনী ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের ফেভারিট জার্মানির বিরুদ্ধে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। এবং মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক।

মুমতাজের মা সব্জি বিক্রেতা। বাড়িতে রয়েছেন পাঁচ বোন। শুক্রবার মুমতাজ যখন গোল করলেন তখন তাঁর মা ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন মসজিদের বাইরে। বাবা হাফিজ গিয়েছিলেন মসজিদের ভিতরে। বোনেরা চোখ রেখেছিলেন মোবাইল স্ক্রিনে। দিদির খেলা দেখছিলেন।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে মুমতাজের বড় বোন ফারাহ বলেছেন, ‘আমরা কেমন বোধ করছি তা ভাষায় বর্ণনা করা কঠিন। এমন কিছু দিন দিয়েছে যখন আমাদের সম্বল বলতে কিছুই ছিল না… দিদি খেলাধুলা করে বলে বাবা-মা লোকজন অপমান পর্যন্ত করেছে।’

মুমতাজের হকি খেলার পিছনের গল্পটিও বেশ চমকপ্রদ। ২০১৩ সালে তিনি আগ্রায় গিয়েছিলেন তাঁর স্কুল অ্যাথলেটিক্স দলের সঙ্গে। যেখানে মুমতাজ শীর্ষস্থান অর্জন করেছিলেন। মুমতাজের খেলা চোখে পড়েছিল স্থানীয় এক কোচের। তিনিই তাঁকে হকি খেলার জন্য উৎসাহ যুগিয়েছিলেন। মুমতাজের ছোটবেলার কোচ নীলম সিদ্দিকি বলেছেন, ‘আমাদের মনে হয়েছিল, ও যদি হকি খেলাটা ভালো ভাবে বুঝতে পারে তা হলে ও খুব ভালো একজন খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারবে।’