Sports News: অভিযুক্ত খুনি এখন ফিটনেসগুরু

কারাগারেই বন্দিদের কুস্তি (Sports News) শেখাচ্ছেন সুশীল কুমার (Sushil Kumar)। জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই রোজ জেলবন্দিদের কুস্তির পাঠ শেখান সুশীল কুমার। ৬ থেকে ৭ জেলবন্দি রোজ নিয়ম করে সুশীলের কাছে কুস্তি শেখে।  

সাগর রানা হত্যাকাণ্ডের অভিযোগে গত জুন মাস থেকেই পুলিশি হেফাজতে অলিম্পিকে দু বারের পদকজয়ী এই ভারতীয় কুস্তিগির। ৫ মে, ২০২১ ছত্রসাল স্টেডিয়ামের বাইরে দুই কুস্তিগিরদের মধ্যে ঝামেলা হয়। ওই তাণ্ডবের মধ্যে প্রাণ হারান ২৩ বছরের প্রতিশ্রুতিমান কুস্তিগির সাগর রানা ধনখড়। ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু হতেই সুশীলকে নিয়ে একের পর এক অজানা তথ্য উঠে আসে। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশের এক সূত্র থেকে জানা যাচ্ছে, ওই ঝামেলায় সম্পূর্ণ জড়িত ছিলেন সুশীল। মারামারিতেও জড়িয়ে পড়ছিলেন। কুস্তিগিরদের অপর দল তাঁর হাতে ব্যাপক মারও খেয়েছিল। তাঁদের মধ্যে সাগরও ছিলেন। 

   

জানা গেছে, শুধু কুস্তিই নয়, শারীরিক ভাবে অন্যান্য বন্দীদের ফিট রাখতে ফিটনেস ট্রেনিংও করান সুশীল কুমার। কোভিডের তৃতীয় ঢেউ আসার আগেই এই পরিকল্পনা ছিল জেল কর্তৃপক্ষের। কিন্তু কোভিডের জন্য সুশীলের ক্লাস শুরুতে দেরি হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন