U-19 World Cup : বাবার ২০ বছরের পুরনো স্বপ্ন পূরণ করেছেন ছেলে নিশান্ত

বাবা পারেননি। করে দেখালেন ছেলে। কুড়ি বছরের অধরা স্বপ্নকে (U-19 World Cup) বাস্তবায়িত করে দেখিয়েছেন নিশান্ত সিন্ধু।  বক্সিং- এর প্রতি ভালবাসা সুনীল কুমারের। একদিন ভারতের…

বাবা পারেননি। করে দেখালেন ছেলে। কুড়ি বছরের অধরা স্বপ্নকে (U-19 World Cup) বাস্তবায়িত করে দেখিয়েছেন নিশান্ত সিন্ধু। 

বক্সিং- এর প্রতি ভালবাসা সুনীল কুমারের। একদিন ভারতের জার্সি পরে খেলতে নামবেন এই ছিল ইচ্ছা। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। পরিবারের চাপে ১৯ বছর বয়সেই তুলে রাখতে হয়েছিল বক্সিং গ্লাভস জোড়া। 

   

দেশের জার্সি গায়ে তুলে বাবার স্বপ্ন আগেই পূরণ করেছিলেন ছেলে নিশান্ত। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জিতিয়েছেন দলকে। অনবদ্য হাফ সেঞ্চুরি। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। বিশ্ব মঞ্চে আবারও ভারতের জয়জয়কার। ইতিহাস মনে রাখবে তাঁকে। নেপথ্যে সুনীল কুমার। 

সতেরো বছর বয়সী নিশান্ত একজন টিপিক্যাল অলরাউন্ডার। বল হাতে যেমন পারদর্শী তেমন ব্যাট হতেও। 

শনিবার অ্যান্টিগায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। শুরু থেকে রবি কুমার এবং রাজ বাওয়ার দাপটে ব্যাকফুটে চলে গিয়েছিল ইংরেজ বাহিনী। পরিস্থিতি সামাল দিয়ে দলকে টেনে তুলতে পেরেছিলেন জেমস রিউ এবং জেমস সেলস। জেমস করেছিলেন ৯৫ রান। 

দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারতও চাপে পড়ে গিয়েছিল। দ্বিতীয় বলেই অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট হারায় জুনিয়র টিম ইন্ডিয়া। ৪৯ রানের মাথায় ফিরে যান অপর ওপেনার হার্নুর সিংও (২১)। অধিনায়ক যশও এদিন ব্যর্থ। মাত্র ১৭ রান করেন তিনি। তবে শেখ রশিদ ৫০ রানের ইনিংস খেলেন। মূলত মিডল অর্ডারের সৌজন্যে জয়ের মুখ দেখে ভারত। ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখেন রাজ (৩৫)। বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট। তিনিই ম্যাচের সেরা। শেষ পর্যন্ত দীনেশ বানাকে সঙ্গে নিয়ে ১৪ বল বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিশান্ত সিন্ধু। ৫০ রানে অপরাজিত থাকেন।