Sports News: জল্পনা উস্কে কলকাতায় আর্জেন্টিনার জাতীয় দলে খেলা ফুটবলার

দল বদলের বাজারে (Sports News) উত্তেজনা ক্রমশ বাড়ছে। মরশুম এখনও বাকি। তার আগে নানান জল্পনা, কানাঘুষো। এরই মধ্যে কলকাতায় আর্জেন্টিনার জাতীয় দল, লা লিগা খেলা এক ফুটবলার। 

Advertisements

সূত্রের খবর কলকাতায় এসেছেন লা লিগা খেলা ফুটবলার মাউরো ডস স্যান্টোস। তিনি বেশ কয়েকটি মরশুম খেলেছেন লা লিগায়। নেইমারের মতো ফুটবলারের বিরুদ্ধে সামলেছেন রক্ষণভাগ। স্পেনের দ্বিতীয় ডিভিশন লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে মাউরো।

   

আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলেছেন ভারতে। সেখান থেকে কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে। তবে তিনি কেন কলকাতায় এসেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি এখনও। রয়েছে শুধু দলবদলের গুজব। 

৫ ফুট ১১ ইঞ্চির এই ডিফেন্ডারের বয়স ৩২। জন্ম আর্জেন্টিনায়। উত্থান ব্যানফিল্ড ক্লাব থেকে। পরে খেলেছেন স্পেনের আলমেইরা, আইবারের মতো ক্লাবে। লেগানেস, টেনেরিফাতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইবারে খেলেছিলেন ৪২ টি ম্যাচ। সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুরকিয়ার হয়েছে। ২০১২-১৪ মরশুমের মধ্যে সেখানে খেলেছিলেন ৬৬ টি ম্যাচ। আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলেও খেলেছেন। মোট ৫ টি ম্যাচ খেলেছেন নীল-সাদা জার্সিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements