Sports News : দলবদলের বাজার চলছে পুরো দমে। এমন কয়েকজন ফুটবলার রয়েছেন যারা এখন ফ্রি (Free Footballers)। বিশ্ব বন্দিত তাঁদের নাম। দেখে নেওয়া যাক সেই ফুটবলারদের তালিকা।
Diego Costa
ভারতীয় ফুটবল মহলে সম্প্রতি শোনা গিয়েছিল দিয়েগো কোস্তার নাম। এটিকে মোহন বাগান তাঁকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। তিনি এখনই ভারতের আসতে রাজি নন। ৭ জানুয়ারি, ২০২২ থেকে কোস্তা ফ্রি এজেন্ট।
Edgar Ié
এডগার পর্তুগালের ফুটবলার। সেন্টার ব্যাক পজিশনে খেলেন। চোট সমস্যায় রয়েছেন বলে জানা গিয়েছে। আঠাশ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন পর্তুগালের জাতীয় দলের হয়ে। চলতি বছর জানুয়ারি থেকে তিনি ফ্রি এজেন্ট।
Yaroslav Rakitskyi
ইউক্রেনের ফুটবলার। ইনিও খেলেন রক্ষণ ভাগে। এখনও পর্যন্ত কোনো ক্লাবে নেই বলে জানা যাচ্ছে। চলতি বছরের মার্চ মাস থেকে নতুন ক্লাবের অপেক্ষায়।
Miguel Barbieri
আর্জেন্টাইন সেন্টার ব্যাক। বয়স তিরিশের কম। চলতি বছরের প্রথম মাস থেকে ক্লাবহীন। সম্ভাব্য মার্কেট ভ্যালু ভারতীয় মুদ্রায় ১৬৬.৬৪ এম।
Anderson Silva
ব্রাজিলিয়ান সেন্টার ফরোয়ার্ড। সম্ভাব্য মার্কেট ভ্যালু ভারতীয় মুদ্রায় ১২৪.৯৮ এম। এপ্রিল থেকে ক্লাবহীন।
Diego Torres
উনিশ বছর বয়সী লেফট উইঙ্গার। প্যারাগুয়ের অনূর্ধ্ব ১৮ জাতীয় দলের হয়ে খেলেছেন। ভারতীয় মুদ্রায় সম্ভাব্য মার্কেট ভ্যালু ৭৪.৯৯ এম।