Heatwave Updates: মে-তেও তীব্র তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না ভারত

এপ্রিল মাসেই রেকর্ড গরমের (Heatwave) সাক্ষী থেকেছে ভারত। যদিও ভারতীয় আবহাওয়া দফতর বলছে, গত ১২২ বছরে এ ধরনের তাপপ্রবাহ দেখেনি দেশ। আবহাওয়া বিজ্ঞানীরা চরম গরমের…

এপ্রিল মাসেই রেকর্ড গরমের (Heatwave) সাক্ষী থেকেছে ভারত। যদিও ভারতীয় আবহাওয়া দফতর বলছে, গত ১২২ বছরে এ ধরনের তাপপ্রবাহ দেখেনি দেশ। আবহাওয়া বিজ্ঞানীরা চরম গরমের হাত থেকে বাঁচতে পরামর্শ দিয়েছেন সকলকে।

আইএমডি-র মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলকে বাদ দিলে দেশের বাকি অংশে খুব তীব্র তাপদাহের সাক্ষী থাকবে। এদিকে কয়লার ঘাটতির কারণে দেশের একাধিক জায়গায় বিদ্যুৎ ব্রিভ্রাট দেখা দিয়েছে। রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াসে স্থির হয়েছে, যা মরসুমের গড় তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, জাতীয় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আবহাওয়াবিদরা আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছেন এবং বিচ্ছিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি ১ মে পশ্চিম রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং ২ এবং ৩ মে বিচ্ছিন্ন জায়গায় ধীরে ধীরে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১-৩ মে পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন অংশে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত রয়েছে, অন্যদিকে পূর্ব মধ্যপ্রদেশে, তেলঙ্গানা, জম্মু ও বিদর্ভে ১-২ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। উত্তর ও উত্তর-পূর্ব ভারত জুড়ে একটি পূর্ব-পশ্চিমমুখী ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারত এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।