এবার আস্ত একটা ফুটবল ক্লাব কিনল একটি Crypto কোম্পানি

আস্ত একটি ফুটবল ক্লাব কিনে ফেলল আমেরিকার ক্রিপ্টোকারেন্সি (Crypto Currency) গ্রুপ ওয়েগমি ইউনাইটেড৷ ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ফুটবল দল ‘ক্রলি টাউন এফসি’ কিনেছেন তারা।ফুটবলের ইতিহাসে কোনও…

crypto-currency-company-buy-a-football-club

আস্ত একটি ফুটবল ক্লাব কিনে ফেলল আমেরিকার ক্রিপ্টোকারেন্সি (Crypto Currency) গ্রুপ ওয়েগমি ইউনাইটেড৷ ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ফুটবল দল ‘ক্রলি টাউন এফসি’ কিনেছেন তারা।ফুটবলের ইতিহাসে কোনও এই প্রথম কোনও ক্রিপ্টোকারেন্সি কোম্পানির ফুটবল ক্লাব কিনলো।

লন্ডনের ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ক্লাব।এক লাখ জনসংখ্যা বিশিষ্ট এই শহরে অবস্থিত এই ক্লাবটির স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ছয় হাজার৷ম‍্যাচের দিন উপস্থিত থাকে হাজার ছয়েক দর্শক।

 

প্রসঙ্গত,এর আগে ব্র্যাডফোর্ড সিটি নামে একটি ক্লাব কিনতে চেয়েছিলো ওয়েগমি ইউনাইটেড৷ব্র্যাডফোর্ডের ইতিহাস বেশি সমৃদ্ধ৷কিন্তু সমর্থক’দের সমর্থন না থাকায় এই ক্লাব কিনতে পারেননি তারা।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিওতে ওয়েগমি কর্মকর্তা প্রেস্টন জনসন ক্রলি’র সমর্থক’দের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে ক্লাবের হয়ে ভালো কিছু করার।আগামী দুই মরশুমের মধ্যে ক্রলি’কে তৃতীয় ডিভিশনে নিয়ে যাওয়ার দাবী জানান তিনি।