Real Madrid : লিগ জিতেই ‘চিরশত্রু’ বার্সেলোনা’কে খোঁচা কুর্তোয়ার

শনিবার এস্পানিওল’কে ৪-০ গোলে হারানোর মধ্যে ৩৫ তম লা লিগা জয় নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ (Real Madrid) । ম‍্যাচে জয় নিশ্চিত করার পর “চিরশত্রু” বার্সেলোনা’কে…

শনিবার এস্পানিওল’কে ৪-০ গোলে হারানোর মধ্যে ৩৫ তম লা লিগা জয় নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ (Real Madrid) । ম‍্যাচে জয় নিশ্চিত করার পর “চিরশত্রু” বার্সেলোনা’কে উপহাস করলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া।

লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ১৭ পয়েন্টের ব‍্যবধানে এগিয়ে মাদ্রিদ এই খেতাব জয় নিশ্চিত করলো,যদিও এখনও ৪ ম‍্যাচ খেলা বাকি আছে সেভিয়ার।তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা পিছিয়ে আছে ১৮ পয়েন্টে।

   

এ মরশুমে এল ক্লাসিকো’তে ৪-০ ব‍্যবধানে জয় নিশ্চিত করা ছাড়া আর তেমন কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই বার্সেলোনা’র।খালি হাতেই মরশুম শেষ করলো তারা।

শনিবার জয়ের পর বার্সা’কে উপহাস করে কুর্তোয়া বলেছেন,” ক্লাসিকো’ হারের ক্ষত সারিয়ে তোলার পর এমন একটা মুহূর্ত প্রয়োজন ছিলো আমাদের।কেউ কেউ (বার্সেলোনা) তো এর আগে এমন ভাবে জয় উদযাপন করা শুরু করেছিল যেনো তারা আমাদের লেভেলে পৌঁছে গেছে।

কিন্তু এই কঠিন সময় আমরা আমাদের মাথা ঠান্ডা রেখেছিলাম, হারিয়েছিলাম সেল্টা,গেতাফে’র মতো ক্লাব গুলো’কে।ওরা নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ ছিলো।

লা লিগা জিততে হলে দলগত প্রচেষ্টার প্রয়োজন আছে।যেমন আক্রমণ গুরুত্বপূর্ণ, তেমন রক্ষণ’ও।ওইদিন সেভিয়া ২-০ গোলে এগিয়ে গেলেও আমরা কিন্তু আশা ছাড়িনি,তখন সবাই ভেবেছিলো আমরা হারছি ম‍্যাচে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা।”

গত বছর নভেম্বর মাস থেকে দুরন্ত ছন্দে আছে মাদ্রিদ, তাদের এই খেতাব জয়ে তাই স্বাভাবিক ভাবেই অবাক হওয়ার কোনও কারণ নেই।যদিও শুরু’র দিকে খানিকটা বেগ দিয়েছিলো বার্সেলোনা এবং সেভিয়া।

লা লিগার খেতাব নিশ্চিত করার পর মাদ্রিদের এবার পরবর্তী লক্ষ‍্য চ‍্যাম্পিয়ান্স লিগ।বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে এই দুই দল।ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে জয় নিশ্চিত করতে হবে বেঞ্জেমা’দের।আপাতত ৪-৩ গোলে হেরে রয়েছে তারা প্রথম লেগে।