Sports News : কলকাতার ক্লাবে ১৮ ম্যাচে ১৫ গোল করা স্ট্রাইকার

Sports News : কলকাতাতেই থাকছেন গত আই লিগে সবথেকে বেশি গোল করা স্ট্রাইকার। মার্কোস জোসেফের (Marcus Joseph) সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি দীর্ঘায়িত করেছে মহামেডান স্পোর্টিং…

football

Sports News : কলকাতাতেই থাকছেন গত আই লিগে সবথেকে বেশি গোল করা স্ট্রাইকার। মার্কোস জোসেফের (Marcus Joseph) সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি দীর্ঘায়িত করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আগামী মরশুমেও সাদা কালো জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।

এ বছর শেষ হওয়া আই লিগে (I League) বয়েছে গোলের বন্যা। মহামেডান স্পোর্টিং ক্লাবের মার্কোস জোসেফ হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ১৮ ম্যাচে পনেরোটি গোল রয়েছে জোসেফের নামের পাশে। 

আই লিগ ট্রফির খুব কাছে পৌঁছে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে লিগের অন্তিম ম্যাচ জিতলেই লিগ সেরা হতে পারতো কলকাতার অন্যতম প্রধান এই দল। কিন্তু সেটা হয়নি। তিরে এসে ডুবেছিল তরী। 

ক্লাব চ্যাম্পিয়ন না হলেও মার্কোস জোসেফের কৃতিত্বকে কোনোভাবে খাটো করা যায় না। প্রতিযোগিতার শুরু থেকেই তাঁর বুট জোড়া খুঁজে পেয়েছিল গোলের ঠিকানা। প্রায় প্রতি ম্যাচেই গোল করেছিলেন।

টুর্নামেন্টের মাঝে কয়েকটি ম্যাচে একটু অফ্ ফর্মে ছিলেন। ফর্ম ফিরে পেতে বেশি দেরি হয়নি তারকা স্ট্রাইকারের। লুকা ম্যাজসেনের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ছিলেন সমানে। শেষ পর্যন্ত মার্কোস দাগলেন সবথেকে বেশি গোল। মহামেডান স্পোর্টিং ক্লাবের সাফল্যের অন্যতম কারিগর তিনিই।