X= প্রেম প্রদর্শন ঘিরে বিতর্কে জড়ালেন সৃজিত ও রাজ

নন্দন প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন ফের বিতর্ক তৈরি করল। এবার রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায় জড়ালেন বিতর্কে। বৃহস্পতিবার রাতেই নন্দনে ‘X=প্রেম’ শো না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায়…

নন্দন প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন ফের বিতর্ক তৈরি করল। এবার রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায় জড়ালেন বিতর্কে।

বৃহস্পতিবার রাতেই নন্দনে ‘X=প্রেম’ শো না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়।আর সৃজিতের ছবির পাশাপাশি নন্দনে হল পাওয়ার জন্য আবেদন করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী তাঁর ‘হাবজি গাবজি’ ছবির জন্য। সেই ছবি নন্দনে বিকেলের শো পায়। বৃহস্পতিবার সৃজিতের পোস্ট দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন, রাজকেই কটাক্ষ করেছেন তিনি।

শুক্রবার ফেসবুক লাইভে আসেন সৃজিত। বিতর্ক থামিয়ে সোজাসাপটা জানিয়ে দেন, রাজ তাঁর ভালো বন্ধু। তিনি চান হাবজি গাবজি ভালো চলুক। সৃজিত জানিয়েছেন, একই দিনে মুক্তি পাচ্ছে দু’টি ছবি। দু’জনই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দু’টি ছবিরই ছাড়পত্র পাওয়া উচিত ছিল। না হলে একজনও পাবেন না।

অন্যদিকে রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, হাবজি গাবজি’ নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই। লাইভের শেষে সৃজিত জানান, রাজ বোধহয় একটু অভিমান করছে আমার উপর। আমারও একটু খারাপ লেগেছে। আমার কিন্তু নন-সিলেকশনে কোনও সমস্যা ছিল না। আমার খারাপ লেগেছে কারণ দেখানো হচ্ছে না। আমার শুধু এটাই বলার এই ছবিটা যেহেতু স্টুডেন্টসদের জন্য, তাই নন্দন হল না পাওয়ায় আপত্তি তুলেছিলাম। কারণ ওরা তো অনেক টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে যেতে পারে না।